পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত প্রখ্যাত গজল শিল্পী পঙ্কজ উধাস (Pankaj Udhas) । বয়স হয়েছিল ৭২ বছর। গায়কের আত্মীয়রা জানিয়েছেন, কয়েক মাস আগে পঙ্কজ উধাসের ক্যানসার ধরা পড়ে। গত কয়েক মাস ধরে তিনি কারও সঙ্গে দেখা করছিলেন না। আজ সোমবার সেখানেই বেলা ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। পরিবারের তরফে স্যোশাল মিডিয়ায় যে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে, তাতে লেখা, ‘খুব ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, ২৬ ফেব্রুয়ারি দীর্ঘ অসুস্থতার কারণে পদ্মশ্রীপ্রাপ্ত পঙ্কজ উধাসের মৃত্যু হয়েছে।’
গুজরাতের জেটপুরে ১৯৫১ সালের ২৭শে মে জন্ম পঙ্কজ উধাসের (Pankaj Udhas)। জমিদার পরিবারের ছেলে তিনি। জমিদার পরিবারের ছেলে তিনি। গজলে আশি ও নব্বইয়ের দশকে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’— পঙ্কজ উধাসের গাওয়া এই সব গজল আজও ভুলতে পারেনি শ্রোতা-দর্শকরা। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো জনপ্রিয় অ্যালবাম রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৫১ সালের ২৭শে মে জন্ম পঙ্কজ উদাসের। সঙ্গীত জগতে অবদানের জন্য অজস্র সম্মান ও পুরস্কার পেয়েছেন প্রয়াত শিল্পী। ২০০৬ সালে ভারত সরকারের তরফে চতুর্থ সর্বোচ্চ নাগরিক পুরস্কার, পদ্মশ্রী সম্মানে ভূষিত হন গায়ক। পঙ্কজ উধাসের মৃত্যুতে শোকস্তব্ধ সংগীত মহল।