পুবের কলম, ওয়েবডেস্কঃ কলকাতার কড়েয়া থানার আহিরিপুকুর এলাকায় বিকট শব্দে কেঁপে উঠে ধসে পড়ল বাড়ির ছাদ। শব্দ এতটাই জোরালো ছিল যে, তা আশেপাছে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে মানুষ আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। বৃহস্পতিবার সকালের এই বিস্ফোরণে ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা। ঘটনায় আনন্দ দাস, তার স্ত্রী কিরণ দাস, পুত্র শিবম দাস, ভূমি চৌধুরীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সকলেই ওই বাড়িতে থাকতেন। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে কড়েয়া আহিরিপুকুর ফার্স্ট লেন এলাকা। স্থানীয় মানুষ ছুটে বাইরে বেরিয়ে আসে। ঘটনাস্থলে রয়েছে লালবাজারের বিশেষ টিম। খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পৌঁছয় কড়েয়া থানার পুলিশ। ফরেন্সিক টিমকেও খবর দেওয়া হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীও রয়েছে ঘটনাস্থলে। যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি ইতিমধ্যেই ঘিরে ফেলেছে পুলিশ। পাশের ঘরটির অবস্থাও খুবই খারাপ। ঘরের চেয়ার টেবিল, যাবতীয় আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। দেওয়ালের একাংশ ফেটে বেরিয়ে পড়েছে। ভেঙে পড়েছে ছাদের চাঙড়ও। ঘরের মধ্যে বিস্ফোরক ছিল বলে প্রাথমিক ভাবে কিছু পাওয়া যায়নি। অন্যদিকে ঘরের ভিতর দু’টি রান্নার গ্যাসের সিলিন্ডার ছিল। সেগুলিও অক্ষত অবস্থায় রয়েছে। ৮/৩ আহিরিপুকুর ফার্স্ট লেনের ওই পাঁচ তলা বাড়িটিতে একাধিক পরিবারের বাস। একেবারে গায়ে গায়ে লাগানো ঘরগুলি। খুব ঘিঞ্জি এলাকা। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ব্রেকিং
- বার্সেলোনায় ফিরছেন মেসি
- ১ লক্ষ ৬৪ হাজায় টাকায় কেনা যাবে কোহলির ব্যাট
- আমার স্ত্রীর চেয়েও তাড়াতাড়ি পিচের মুড বদল: ইরফান পাঠান
- ‘আমরা কি মানুষ না’ ইসরাইলি তাণ্ডবে ক্ষোভ উগড়ে দিলেন বৈরুতবাসীরা
- আগ্রাসন ছেড়ে যশস্বী রাহুলে টেস্ট ক্রিকেটে ফিরল ভারত
- গবেষণা করে অধ্যাপনার কাজে নিযুক্ত হতে চান সাইনাজ ফারজানা কাজী
- পাকিস্তানকে হতাশ করে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পথে আইসিসি!
- নজিরের নাম বুমরাহ
- প্রয়াত ‘লাল পাহাড়ির দেশে’ খ্যাত কবি অরুণ চক্রবর্তী
- ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ রাজ্য সরকারের, বাড়ল না ঈদের ছুটি
- বিধানসভায় তৃণমূল কংগ্রেসের আসন বেড়ে ২২৬, বিজেপি কমে ৬৬
- ১ লক্ষ ৬৪ হাজায় টাকায় কেনা যাবে কোহলির ব্যাট