‘কালা জাদু’ করার সন্দেহ
মুম্বই: ‘কালো জাদু’—কুসংস্কার আজও সমাজকে কুরে কুরে খাচ্ছে। কখনও এই কালা জাদুর নামে শিশু হত্যা, নরবলির ঘটনা ঘটে চলেছে। আর এবার কালা জাদু করার সন্দেহে এক ৮০ বছরের বৃদ্ধার উপর পাশবিক অত্যাচার হল।
‘কালো জাদু’ করার সন্দেহে গ্রামের এক বৃদ্ধাকে মূত্রপানে বাধ্য করা হল। শুধু তাই নয়, কুকরের মল খাওয়ানো হল। মারধর করা হল লোহার রড, লঠি দিয়ে। প্রতিবেশীদের বিরুদ্ধেই এই পাশবিক অত্যাচারের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতী জেলার চিখালদারা তালুকের রেটিয়োখেদা গ্রামে। বৃদ্ধার পুত্র এবং পুত্রবধূর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃদ্ধার পুত্রের অভিযোগ, সম্প্রতি এক দল প্রতিবেশী হঠাৎ তাদের বাড়িতে চড়াও হয়। তাদের অনেকে মদ্যপ অবস্থায় ছিল। সেই সময় ওই বৃদ্ধা বাড়িতে একাই ছিলেন। প্রথমেই তারা বৃদ্ধাকে চড় মারতে শুরু করে। তারপর লাঠি এমনকি গরম লোহার রড দিয়েও মারধর করা হয়। গরম রড দিয়ে বৃদ্ধার হাতে-পায়ে ছ¥্যাকা দেওয়া হয়। এরপরও থামেনি হামলাকারীরা। বৃদ্ধাকে জোর করে মূত্রপান করানো হয়। বাধ্য করা হয় কুকুরের মল খেতে। এরপর বৃদ্ধার গলায় জুতোর মালা পরিয়ে গ্রামে হাঁটানো হয়। ঘটনার সময়ে বৃদ্ধার পুত্র বা পুত্রবধূ কেউ-ই বাড়িতে ছিলেন না। গত ৫ জানুয়ারি তারা গ্রামে ফেরে। তারপরই তারা এই ঘটনার কথা জানতে পারে। বৃদ্ধার থেকে ঘটনার কথা জানার পর তারা থানায় অভিযোগ দায়ের করে। অমরাবতীর পুলিশ সুপার বিশাল আনন্দ জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের রেয়াত করা হবে না। বৃদ্ধার ছেলে জানান, সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে তাঁর মায়ের উপর যে অকথ্য নির্যাতন চালানো হল তার ন্যায্য বিচার চান তিনি। দোষীদের কড়া শাস্তি দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।