পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরভোটে এখনও পর্যন্ত বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। টাকি স্কুলে বোমাবাজির ঘটনায় একজনকে গ্রেফতার হয়েছে। তবে সব বুথেই সশস্ত্র পুলিশ আছে বলে জানালেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা। রবিবার ভোট চলাকালীন এক সাংবাদিক বৈঠক থেকে এই কথা বলেন জয়েন্ট সিপি। এদিন তিনি বলেন, মোটের উপর ভোট শান্তিপূর্ণ।
সকাল থেকে ভোট শুরু হতেই বুথে বুথে চলছে অশান্তি। বিভিন্ন বুথ থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে।
এখনও পর্যন্ত সবচেয়ে বড় দুটি ঘটনা ঘটেছে, টাকি স্কুল ও ব্রেবোন রোডের জৈন স্কুলে। শিয়ালদা টাকি স্কুলের সামনে বোমাবাজি হয়। বুথের সামনে দুটি পর পর বোমা পড়ে। কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের দিকে এই হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। বোমার আঘাতে জখম ভোটার। আহত ভোটারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে ব্রেবোন রোডের জৈন স্কুলের ভিতরে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে হাতাহাতি ঘিরে উত্তেজনা ছড়ায়। কংগ্রেস প্রার্থীর এজেন্টকে ধরে মারধর। চলে কিল, চড়, ঘুসি। আক্রান্ত সন্তোষ পাঠকের এজেন্ট।বুথের মধ্যে ছড়াল বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর চলছে কলকাতার ১৪৪টি ওয়ার্ডে পুরভোট। বুথের সংখ্যা ৪৯৫৯টি। এর মধ্যে ১১৩৯টি বুথকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন। এরমধ্যে সবথেকে সংবেদনশীল বোরো ৭। স্পর্শকাতর বুথ সবথেকে কম ১৩ নম্বর বরোয়। এখানে এরকম বুথের সংখ্যা ২২টি। কলকাতা পুরসভা এলাকার ১৬টি বোরোতেই কমবেশি স্পর্শকাতর বুথ রয়েছে।