পুবের কলম, ওয়েবডেস্কঃ কলকাতার পুরভোটে শিয়ালদা টাকি স্কুলের সামনে বোমাবাজি। বুথের সামনে দুটি পর পর বোমা পড়ে, এমনটাই জানিয়েছে পুলিশ। কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের দিকে এই হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
বোমার আঘাতে জখম ভোটার। আহত ভোটারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
ব্রেবোন রোডের জৈন স্কুলের ভিতরে উত্তেজনা ছড়াল। কংগ্রেস ও তৃণমূলের মধ্যে হাতাহাতি। কংগ্রেস প্রার্থীর এজেন্টকে ধরে মারধর। আক্রান্ত সন্তোষ পাঠকের এজেন্ট অমিতাভ চক্রবর্তী। বুথের মধ্যে ছড়াল বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে পুলিশ। পুলিশকে উপেক্ষা করে তাদের সামনেই চলছে ধস্তাধস্তি। আক্রান্ত ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী। ঘটনায় গ্রেফতার ২।
-
ভোটে কারচুপির অভিযোগ বাঘাযতীনে, প্রতিবাদে পথ অবরোধ বামেদের
-
বেলেঘাটার ৩৬ নম্বর ওয়ার্ডে খান্না স্কুলের সামনে বোমাবাজি
-
ভোটারদের প্রভাবিত করতে আয়ুর্বেদ কলেজের ছাদে বিরিয়ানি রান্না করার অভিযোগ ২৮ নম্বর ওয়ার্ডে। অভিযোগের আঙুল বিজেপির দিকে। কুণাল ঘোষের দাবি, বিজেপি এজেন্ট পাচ্ছে না। এসব করছে। আমরা পুলিশকে অনুরোধ করেছি এগুলি কী হচ্ছে দেখুক।”
-
যদিও এই ওয়ার্ডেই অপর অভিযোগ, এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী লোকজন নিয়ে বুথে ঢুকছেন। অবাধ শান্তিপূর্ণ ভোটে বাধা পড়ছে বলে দাবি কংগ্রেস প্রার্থী সাইনা জাভেদ।
-
জোড়াবাগানে আক্রান্ত ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। মাহেশ্বরী ভবনের বুথের ১০০ মিটারের মধ্যে অবৈধ জমায়েত হচ্ছিল। প্রতিবাদ করায় তাঁর উপর হামলা হয়। রিপোর্ট তলব করেছে কমিশন।
-
মীনাদেবী পুরোহিত বলেন, “মারামারি করেছে, ধাক্কাধাক্কি করেছে, গুন্ডা নিয়ে এসেছে। ভোটই করতে দিচ্ছে না। হেনস্থা করছে। শাড়ি খুলে দিয়েছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে। অন্যদের ধাক্কাধাক্কি করছে। সকাল থেকে বুথ জ্যাম করে দিয়েছে। ভোট করতে দিচ্ছে না।”
-
কেন্দুয়া গার্লস স্কুলে ১০১ নম্বর ওয়ার্ডে বুথ দখলের অভিযোগ। রিপোর্ট তলব কমিশনের।
কমিশনের নজরে ৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানে দায়িত্বপ্রাপ্ত মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার বা এমআরওকে তা দ্রুত মেটানোর নির্দেশ দেয়। ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন।
-
৩২, ৩২ এবং ১৩ নম্বর বুথে বামেদের পোলিং এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ। ৩২ এর বাম প্রার্থী জয়দীপ ভট্টাচার্যকেও ভোট দিতে না দেওয়ার অভিযোগ এসেছে।
-
১২১ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থীকে ধাক্কাধাক্কি করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। সিরিটি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে তৃণমূলের অভিযোগ বাম প্রার্থী ভোটারদের প্রভাবিত করেছিলেন সেই অভিযোগ।
-
কলকাতা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মুকুন্দ ঝাওয়ারকে মারধরের অভিযোগ। অভিযোগ জানাতে জোড়াবাগান থানায় প্রার্থী
-
বেলেঘাটা ৩৬ নম্বর ওয়ার্ডে খান্না স্কুলের বুথ নাম্বার ১৫,১৭,১৮,১৯,২০,২১ নম্বর বুথে বোমাবাজির অভিযোগ সিপিআইএম প্রার্থী মৌসুমী ঘোষের। অভিযোগ ভিতরে জোর করে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে।
-
ভোট শুরু হতেই উত্তপ্ত থাকল উত্তর কলকাতার ৫ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের মনোহর অ্যাকাডেমি স্কুলে বিজেপি প্রার্থী শ্রীরাম যাদবের অভিযোগ, তাঁর বুথ এজেন্টকে মারধর করে তুলে দেওয়া হয়েছে। কোনও বুথে এজেন্টকে বসতে দিচ্ছে না। গত দু’দিন ধরে পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে ধমকানো হচ্ছে’।শনিবার রাতে ৬০-৭০ জন তৃণমূল সমর্থক আমাদের অপু শা নামে পোলিং এজেন্টকে বলে এসেছে যেন বুথে না যায়। সকালে ও বুথে এলেও সই করার পর মারধর করে জোর করে তুলে দেওয়া হয়। ভয়ে আর আসতে চাইছে না।”পাল্টা তৃণমূলের তরুণ সাহা বলেন, ‘ওই বুথে একটা সিসিটিভি আছে। তা হলে তো তাতে সব দেখা যাবে সবটা। দেখে নিন কি ঘটনা ঘটেছে।”
-
১০২ নম্বর ওয়ার্ডে বামপ্রার্থী ভাস্বতী গঙ্গোপাধ্যায়কে পুলিশের সামনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তীর তৃণমূলনেত্রী জয়া সোমের দিকে। সিপিএমের অভিযোগ, পোলিং এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, ভোট করতে দেওয়া হচ্ছে না। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
-
২০ নম্বর ওয়ার্ডে ক্লোজ সার্কিট ক্যামেরা কাগজ দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ। চারটি সিসিক্যামেরা অকেজো করে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক তথা ডিসট্রিক্ট মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
-
সম্পূর্ণ বিপরীত চিত্র ধরা পড়ল উত্তর কলকাতার ১১৮ নম্বর ওয়ার্ডে। তৃণমূল নেতা তারক সিংকে দেখা গেল পুলিশের ভূমিকায়। এগিয়ে এসে ভিড় ফাঁকা করতে দেখা যায় তাঁকে। বামেদের ক্যাম্প অফিসে গিয়ে বলছেন তাদের কোনও অসুবিধে হলে তাঁকে জানাতে।
-
বড়িশা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূলের ঝান্ডা লাগানো অটোয় করে ভোটারদের বুথে আনার অভিযোগ ১২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদারের। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী রাজীবকুমার দাসের।
-
নিউ আলিপুরের চারু অ্যাভিনিউয়ে ৮১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তানিয়া পালকে অনুসরণ করার অভিযোগ নির্দল প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী জুঁই বিশ্বাসের হয়ে কাজ করছেন নির্দল প্রার্থী, অভিযোগ কংগ্রেসের। অভিযোগ অস্বীকার নির্দল প্রার্থীর।
-
তালতলা এলাকায় ৫৩ নম্বর ওয়ার্ডে পুলিশের সামনেই তৃণমূল ও কংগ্রেস কর্মীদের হাতাহাতি। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ কংগ্রেসের। ভোটারদের প্রভাবিত করার পাল্টা অভিযোগ করেছে তৃণমূল।
-
বেলেঘাটায় বাম প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ। ৩৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। মারধরের জেরে মুখ ফাটল নির্বাচনী এজেন্টের। অভিযোগের তীর তৃণমূলের দিকে। সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের।
-
বড়বাজারে বুথে ২৩ নম্বর বুথে অশান্তি, ভাঙা হল ইভিএম। বহিরাগতদের ঢোকানোর অভিযোগ। আটক ১।
-
মারোয়ারি বালিকা বিদ্যালয়ে উত্তেজনা। আপাতত বন্ধ ভোট গ্রহণ। অশান্তি হলেও বুথ দখল হয়নি বলে জানিয়ে দিল কমিশন।
-
বাম প্রার্থী ফৈরাজ আহমেদের গাড়িতে হামলা। এলাকায় বহিরাগতদের তাণ্ডবে অভিযোগ বাম প্রার্থীর। খিদিরপুর মোড়ের ঘটনা। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।