পুবের কলম, ওয়েবডেস্ক: দেড় বছর ধরে চলা যুদ্ধে গাজায় এখনও পর্যন্ত ৩৩ বন্দি নিহত হয়েছেন। সোমবার একটি ভিডিয়ো বার্তায় এমনটাই জানিয়েছে মুক্তিকামী যোদ্ধা হামাস। তাতে আরও বলা হয়েছে, ‘যুদ্ধাপরাধী নেতানিয়াহুর হঠকারিতা’ এবং তাঁর ‘চলমান আগ্রাসনের কারণে’ গাজায় এসব বন্দি নিহত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র মুক্তিকামী সংগঠন হামাস।
এএফপির হিসাব মাফিক সংশ্লিষ্ট ঘটনায় গাজায় এখনও পর্যন্ত ৪৫ হাজার মানুষ শহিদ হয়েছেন। যাঁদের বেশিরভাগই শিশু, নারী ও অন্তঃস্বত্বা ও বৃদ্ধ। এবং বেশিরভাগই বেসামরিক মানুষ। অন্যদিকে ইসরাইলে ১ হাজার ২০০ জন নিহত হয়েছে। আর হামাসের হাতে বন্দি হয়েছে ২৪২ জন। বন্দিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইহুদি বাহিনী। যা এখনও অব্যহত রয়েছে। উক্ত বন্দিদের মধ্যে ১০৭ জনকে গত বছর নভেম্বরের শেষ সপ্তাহে মুক্তি দিয়েছিল হামাস। তারপর গত এক বছরে অভিযান চালিয়ে কয়েক জন বন্দিকে উদ্ধার করতে পেরেছে ইসরাইলি বাহিনী। এই আবহেই জানা গেল, গাজা উপত্যকায় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গত এক বছরেরও বেশি সময় ধরে চলমান অভিযানে এ পর্যন্ত ৩৩ জন জিম্মি নিহত হয়েছেন। উপত্যকা নিয়ন্ত্রণকারী যোদ্ধা হামাস সোমবার এই তথ্য প্রকাশ করেছে।