পুবের কলম, ওয়েবডেস্কঃ বর্ষার জমে জলে একদিকে যখন নাগরিক সমাজ বিপর্যস্ত তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়ে একই পরিবারের তিনজনের। বেঁচে আছে পরিবারের একমাত্র ৪ বছরের ছেলে। মঙ্গলবার খড়দহের পাতুলিয়ায় আবাসনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। জমা জলে বিদ্যুতের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন পরিবারের কর্তা। তাঁকে বাঁচাতে গিয়ে একইভাবে তড়িদাহত হয়ে মারা যান তাঁর স্ত্রী। শেষে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বাড়ির বড় ছেলে। শিশুপুত্রটি বাড়ির বাইরে এসে স্থানীয় মানুষকে খবর দেয়। এরপরেই তারা এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে টিটাগড় থানার মোহনপুর উত্তরপাড়া এলাকায় মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক স্কুল পড়ুয়ার। মৃতের নাম নাম হীরালাল রায়(১৫)। সে শিউলি গোঁসাইপাড়ার বাসিন্দা। শান্তিনগর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল হীরালাল। এদিন সকালে সে তার দিদিকে কোচিংয়ে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল। সেখানে বৃষ্টিতে জল দাঁড়িয়ে যাওয়ায় রাস্তার ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। হীরালাল বুঝতে পারেনি। রাস্তায় জমা জলে পা পড়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। ওই অবস্থাতেই সে বেশ কিছুক্ষণ সেখানে পড়েছিল। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ এবং বিদ্যুৎ কর্মীরা। তাঁরাই এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে বিএনবোস মহাকুমা হাসপাতালে যান। সেখানেই চিকিৎসকরা হীরালালকে মৃত বলে জানান।
ব্রেকিং
- নজিরের নাম বুমরাহ
- প্রয়াত ‘লাল পাহাড়ির দেশে’ খ্যাত কবি অরুণ চক্রবর্তী
- ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ রাজ্য সরকারের, বাড়ল না ঈদের ছুটি
- বিধানসভায় তৃণমূল কংগ্রেসের আসন বেড়ে ২২৬, বিজেপি কমে ৬৬
- ১ লক্ষ ৬৪ হাজায় টাকায় কেনা যাবে কোহলির ব্যাট
- ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নয়া রণকৌশল
- কর্ণাটকের ৩ বিধানসভা আসনেই জয়ী কংগ্রেস
- কাশ্মীরি পণ্ডিতদের দোকানে বুলডোজার!
- ৪৮টি বিধানসভা ও ২টি লোকসভা কেন্দ্রে ভোটের ফলাফল: দেখে নিন একনজরে
- ৬৫ শতাংশ মুসলিম আসন কুন্দরকিতে যোগীরাজ্যে বিরাট জয় বিজেপির
- মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন: গেরুয়া টাইফুনে ‘ষড়যন্ত্র’ দেখছেন ‘INDIA BLOCK’
- ‘রেউড়ির’ জের! মহারাষ্ট্রে গেরুয়া ‘টাইফুন’, বিপর্যস্ত ‘ইন্ডিয়া’ জোট