নয়াদিল্লি, ১ নভেম্বর: প্রয়াত হলেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, গবেষক ও অনুবাদক বিবেক দেবরয়। শুক্রবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
Read More: গাজোলে উদ্ধার মুণ্ডহীন দেহ! নরবলির সন্দেহ
নরেন্দ্র মোদির শাসনামলে ভারত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বিবেক দেবরয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ড. দেবরয় এর আগে পুনের গোখলে ইনস্টিটিউট অব পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্সের (জিআইপিই) চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিবেক দেবরয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক বার্তায় মোদি বলেন, ‘ড. বিবেক দেবরয় একজন প্রশংসনীয় পণ্ডিত ছিলেন। অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং আরও অনেক কিছুতে সুপণ্ডিত ছিলেন। তাঁর কাজের মাধ্যমে, তিনি ভারতের বৌদ্ধিক ল্যান্ডস্কেপে একটি অমোঘ চিহ্ন রেখে গেছেন।’
1 Comment
Pingback: গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায়, একদিনে নিহত ৯৫ – Puber Kalom – Bengali News Daily