গাজোল, ১ নভেম্বরঃ শুক্রবার সকালে মালদা জেলার গাজোল থেকে উদ্ধার হল মুণ্ডহীন দেহ । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা যায়, এদিন সকালে গাজোলে বালুরঘাটের দিকে যাওয়ার ৫১২ নং জাতীয় সড়কের পাশে হিয়াখোর এলাকায় স্থানীয় বাসিন্দারা ঝোপের মধ্যে মুণ্ডহীন দেহটি পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন গাজোল থানায়। পুলিশ এসে এলাকাবাসীদের জিজ্ঞেস করেন মৃত ব্যক্তি ওই এলাকারা কিনা? কিন্তু স্থানীয়রা জানান এই ব্যক্তিকে আগে কখনও ওই এলাকায় দেখেনি। বীভৎস এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় শোরগোল শুরু হয়ে যায়। গাজোল থানায় আইসি চন্দ্রশেখর ঘোষালের নেতৃত্বে পুলিশবাহিনী দেহ এবং মুণ্ড উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়।
এলাকাবাসীদের ধারণা, গতকাল ছিল কালীপুজো। কালীপুজোয় কুসংস্কারে আচ্ছন্ন হয়ে নরবলি দিতেই তাঁর সঙ্গে এমন করা হয়ে থাকতে পারে। আবার কারুর ধারণা ব্যক্তিগত কারণেও ওই ব্যক্তিকে খুন করা হতে পারে। গাজোল থানার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার কালীপুজো ছিল । এরপরই শুক্রবার সাতসকালে কাটা মুণ্ড এবং ধড়হীন দেহ উদ্ধারের ঘটনাটি ঘটে। যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। নিহতের আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫-এর কাছাকাছি হবে। এলাকার লোকজনও মৃত ব্যক্তির দেহ শনাক্ত করতে পারেননি। তবে এটা খুন না দুর্ঘটনা, পরিষ্কার করে কিছু জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে। আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
1 Comment
Pingback: Puber Kalom – Bengali News Daily