কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

'২০২৬ সালের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল', ছত্তিশগড় থেকে হুঙ্কার শাহের

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: মাও দমন কঠোর হাতে মোকাবিলা করার জন্য তৈরি সরকার। ছত্তিশগড় থেকে হুঙ্কার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৬ সালের মধ্যে মাওবাদ সম্পূর্ণ নিমূর্ল করা হবে বলে সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গোটা দেশ থেকেই মাওবাদকে সম্পূর্ণভাবে নিমূর্ল করা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য “সবচেয়ে বড় চ্যালেঞ্জ”। মাওবাদীদের আক্রমণে জন্য ১৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। 

শনিবার নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে ছত্তিশগড়ে বৈঠক থেকেই এই বক্তব্য রাখেন অমিত শাহ।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার নকশালবাদের উপর চূড়ান্ত আক্রমণের সময় এসেছে। আমি বিশ্বাস করি যে আমাদের লড়াই শেষ পর্যায়ে পৌঁছেছে এবং ২০২৬ সালের মার্চের মধ্যে আমরা দেশকে নকশালবাদ থেকে সম্পূর্ণ মুক্ত করতে সক্ষম হব। 

আন্তঃরাজ্য সমন্বয় এবং বামপন্থী চরমপন্থা পরিস্থিতি, ছত্তিশগড়ের বামপন্থী চরমপন্থা প্রভাবিত এলাকায় নিরাপত্তা ও উন্নয়ন পর্যালোচনা করতে ছত্তিশগড়ে বৈঠকের সভাপতিত্ব করার পরে এই মন্তব্য করেন অমিত শাহ। সেখান থেকেই এই হুঙ্কার দেন তিনি। 
শাহ বলেন, নকশাল প্রভাবিত এলাগুলির গুরুত্ব বুঝে ছত্তিশগড় সরকারের সঙ্গে মাও দমনে কেন্দ্র সরকার কাজ করছে। একশো শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে।  রাজনীতির পাশাপাশি মাও দমনে এবার চূড়ান্ত মোকাবিলা করার সময় এসেছে।