কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

রাজ্যজুড়ে আর্থিক সংকট, মন্ত্রী-আমলাদের দু'মাস বেতন বন্ধ, ঘোষণা হিমাচলের মুখ্যমন্ত্রীর

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

সিমলা, ২৯ আগস্টঃ রাজ্যজুড়ে চলছে আর্থিক সংকট। ফলে দু’মাস বেতন পাবেন না হিমাচল প্রদেশের মন্ত্রীসহ উচ্চপদস্থ সরকারি আমলারা। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন, রাজ্যের সমস্ত মন্ত্রী, মুখ্য সংসদীয় সচিব (CPS) এবং ক্যাবিনেট পদমর্যাদার সদস্যরা দুই মাস বেতন পাবেন না। কারণ রাজ্যে আর্থিক সংকট চলছে। মুখ্যমন্ত্রীর কথায়, “মন্ত্রীসভায় আলোচনার পর, মন্ত্রীসভার সব সদস্য সিদ্ধান্ত নিয়েছেন, যতদিন না রাজ্যের আর্থিক উন্নতি হচ্ছে, ততদিন আমরা কোনও বেতন নেব না। আগামী দু’মাস বেতনের পাশাপাশি টিএ ও ডিএ নেব না।” একইসঙ্গে রাজ্যের সমস্ত বিধায়কদের বেতন না নিতেও পরামর্শ দিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী। সুখু বলেন, “অর্থের পরিমাণ খুব ছোট, কিন্তু এটি একটি প্রতীক। আমি সমস্ত বিধায়কদেরও এই বিষয়ে অবদান রাখার অনুরোধ করছি।”

 

এদিকে বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের আর্থিক সংকট নিয়ে বক্তব্য দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে বিজেপি। এমনকি প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। রাজ্যের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর সরকারকে তোপ দেগে বলেছেন, “আমি যে তথ্য পেয়েছি, তাতে রাজ্য সরকার দু’মাস বেতন দেবে না। রাজ্যে আর্থিক সঙ্কট থাকার কারণে এই সিদ্ধান্ত। তারা রাজ্যকে পিছিয়ে দিয়েছে।” মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়ে জয়রাম ঠাকুরের বক্তব্য, “আপনি মুখ্য সংসদীয় সচিব (CPS) তৈরি করেছেন, যা সংবিধান অনুযায়ী তৈরি করা যায় না। আপনি অনেককে ক্যাবিনেট দিয়েছেন, চেয়ারম্যানের মর্যাদা দিয়েছেন, সব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে তাঁদের। আর সমস্ত বিধায়কদের বেতন না নিতে বলা হচ্ছে। আমি বিশ্বাস করি, এভাবে সমস্যার সমাধান হবে না।”