শ্রীনগর, ১১ সেপ্টেম্বর: জেলবন্দি কাশ্মীরি সাংসদ ইঞ্জিনিয়ার রশিদকে ভোটের প্রচারের জন্য জামিন দেওয়া হয়েছে। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিধানসভা ভোটের মুখে কেন তাকে জামিন দেওয়া হল, এ নিয়ে নানা মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
জম্মু-কাশ্মীরের দুই প্রধান দল ন্যাশনাল কনফারেন্স ও পিডিপির অভিযোগ, বিজেপিকে সাহায্য করতেই রশিদসহ অন্যান্যদের ভোটে নামানো হয়েছে, যাতে তাদের সমর্থনে কেন্দ্রের শাসক দল সরকার গড়তে পারে।
এনসি নেতা ওমর আবদুল্লাহ ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতির প্রশ্ন, সাংসদ রশিদকে যখন সংসদীয় কাজ করতে দেওয়া হয় না, সংসদের অধিবেশনেও যোগ দিতে দেওয়া হয় না, তখন কেন তাকে জামিন দেওয়া হল? ভোটে প্রচারের জন্য? তাদের মতে, উত্তর একটাই। বিজেপিকে সুবিধা করে দেওয়া।
জম্মু-কাশ্মীর বিধানসভার ভোট হতে চলেছে দীর্ঘ ১০ বছর পর। তিন দফার ভোটের প্রথম পর্ব ১৮ সেপ্টেম্বর। শেষ পর্ব ১ অক্টোবর। দিল্লির নিম্ন আদালত রশিদকে ২ অক্টোবর পর্যন্ত জামিন দিয়েছে, যাতে তিনি তার দলের প্রার্থীদের হয়ে প্রচার করতে পারেন।
পুবের কলমকলকাতা থেকে প্রকাশিত বিভাগোত্তর বাঙ্গালী মুসলমানদের একমাত্র বাংলা দৈনিক সংবাদপত্র। দৈনিক কলম ভারত এবং আন্তর্জাতিক সংবাদের সাথে সাথে স্থানীয় ও আঞ্চলিক বিষয়সমূহ প্রকাশ করে। …