নয়াদিল্লি, ৩১ আগস্টঃ গণঅভ্যুত্থানের পর এখনো
পুরোপুরি স্বাভাবিক
হয়নি বাংলাদেশের আইনশৃঙ্খলা। যে কারণে সীমিত পরিসরে ভিসা দেওয়া হবে বলে জানাল ভারত।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন, আপাতত
বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা ও এবং জরুরি প্রয়োজনীয় ভিসা দেয়া হচ্ছে। তাদের
কার্যক্রম চলছে সীমিত পরিসরে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন
পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদান স্বাভাবিক হবে।
উল্লেখ্য,
৫ আগস্ট হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর অনির্দিষ্টকালের জন্য ভিসা প্রক্রিয়াকরণ
কার্যক্রম স্থগিত করে ভারত। ১৩ আগস্ট ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক) থেকে
জানানো হয়, তারা সীমিত পরিসরে পুনরায়
বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। এ অবস্থায় ভিসা না পাওয়ায় গত ২৬ আগস্ট রাজধানী
ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে অসংখ্য ভিসাপ্রত্যাশী বিক্ষোভ করেন।