ইসলামাবাদ, ২৬ আগস্টঃ পাকিস্তানের বেলুচিস্তানে গুলি করে হত্যা ২৩ জনকে। বাস থেকে নামিয়ে অন্তত ২৩ যাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর। সোমবার ভোরে বেলুচিস্তানের মুসাখাইল জেলায় এ ঘটনা ঘটে। পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সহকারী কমিশনার (AC) নাজিব কাকার জানান, ‘কিছু সশস্ত্র ব্যক্তি মুসাখাইলের রারাশাম এলাকায় মহাসড়কে যান চলাচল বন্ধ করে রাখে। তারা বাস থেকে যাত্রীদের নামিয়ে পরিচয়পত্র খতিয়ে দেখে বেছে বেছে গুলি চালায়। নিহতরা সবাই পাকিস্তানের পঞ্জাবের বাসিন্দা।’ সশস্ত্র ব্যক্তিরা অন্তত ১০টি গাড়িতে আগুন দিয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও কে বা কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। এদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মৃতের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।