পুবের কলম, ওয়েবডেস্ক: দেশ ছেড়ে ভারতে পালানোর সময় সীমান্তে হাতেনাতে ধরা পড়লেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। শুক্রবার গভীর রাতে সিলেটে কানাইঘাট সীমান্ত দিয়ে পালানোর সময় উত্তর-পূর্ব সীমান্ত থেকে তাকে আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে পাকড়াও করে। আওয়ামী লিগ নেতা এএসএম ফিরোজকে তাঁর বাসভবন থেকে গ্রেফতারের কয়েকঘণ্টা পরেই এই খবর সামনে আসে।
বিজিবি সদর দফতর একটি এসএমএস-এর মাধ্যমে সাংবাদিকদের এই খবর জানিয়ে বলেছে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। তিনি সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন। বাংলাদেশের একটি সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মধ্যরাত পর্যন্ত বিজিবি ক্যাম্পে রাখা হয়েছিল।