পুবের কলম প্রতিবেদক: বিজেপি সরকার বারবার বাংলাকে নানাভাবে বঞ্চিত করছে বলে অভিযোগ। এর আগে একাধিক প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে আন্দোলনও হয়েছে। এরই মধ্যে ফের আর একবার পশ্চিম বাংলাকে বঞ্চিত করল দিল্লির বিজেপি সরকার। দেশের বিভিন্ন প্রান্তে ১২টি ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি গড়ে তোলার জন্য ২৮৬০২ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কিন্তু এই তালিকায় স্থান দেওয়া হয়নি পশ্চিমবঙ্গকে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
জানা গিয়েছে, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকেই পঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, কেরল, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ইন্ডাসট্রিয়াল স্মার্ট সিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই তালিকায় নেই পশ্চিমবঙ্গের নাম। আর তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন বারবার পশ্চিমবঙ্গকেই বঞ্চিত করছে মোদি সরকার? কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য নিয়ে তোপ দেগেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর প্রশ্ন, ‘বাংলা তো একটা শিল্পোন্নত রাজ্য। এভাবে বাংলাকে বঞ্চিত করা হবে কেন? এই অধিকার মোদি সরকারকে কে দিয়েছে ? আমরা কেন্দ্রীয় সরকারের এই প্রতিহিংসাপরায়ণ মনোভাবের তীব্র নিন্দা করছি। বাংলার সঙ্গে এই পক্ষপাতদুষ্ট আচরণ মেনে নেবে না রাজ্যের মানুষ।’
চলতি বছরের সাধারণ বাজেটেও বাংলাকে পুরোপুরি বঞ্চনা করেছে মোদি সরকার। এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিল তৃণমূল কংগ্রেস। বাংলার বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনার মত কেন্দ্রীয় প্রকল্পের টাকা কেন্দ্র যেভাবে জোর করে আটকে রেখেছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন অভিষেক। শুধু তাই নয়, এই ইস্যুতে সংসদের বাজেট অধিবেশনে সরাসরি ট্রেজারি বেঞ্চকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক। বাংলার বকেয়া নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। কিন্তু মোদি সরকার বাংলা নিয়ে একই অবস্থানে রয়েছে তার প্রমাণ দেখা গেল বুধবার।
প্রসঙ্গত, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বকেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানান, দেশের বিভিন্ন রাজ্যে যে ১২টি ইন্ডাসট্রিয়াল স্মার্ট সিটি গড়ে তোলা হবে তার মাধ্যমে বিনিয়োগ আসবে ১.৫২ লক্ষ কোটি টাকার। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর আরও দাবি, নতুন ইন্ডাসট্রিয়াল স্মার্ট সিটি তৈরির প্রকল্পে প্রত্যক্ষ কর্মসংস্থান হবে ১০ লক্ষ, সঙ্গে থাকবে ৩০ লক্ষ পরোক্ষ কর্মসংস্থান। জানা গিয়েছে, স্মার্ট সিটির পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের রেল পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করা হয়েছে ৬৪৫৬ কোটি টাকা।