কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

কেষ্ট কন‍্যা সুকন‍্যার জামিনে খুশির হাওয়া নানুরে

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

দেবশ্রী মজুমদার, নানুর: কেষ্ট কন‍্যা সুকন‍্যা জামিনে খুশির হাওয়া নানুরে। গ্রামবাসীরা কব্জি ডুবিয়ে মাংস ভাত খেলেন।  গরু পাচার মামলায় সিবিআইয়ের দায়ের করা মামলায় গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর, জামিন হলো তার মেয়ে সুকন্যা মণ্ডলের।

ইডির দায়ের করা  মামলায় অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল দীর্ঘদিন ধরে জেলে থাকার পর গতকাল দিল্লী হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে তাকে জামিন দিয়েছে। জামিনের খবর জানাজানি হতে খুশিতে আত্মহারা হয়ে পড়েন জেলার অনুব্রত ঘনিষ্ঠ নেতাকর্মীরা।

সুকন্যা মণ্ডলের জামিন হওয়ায় পিকনিক করে গ্রামবাসীদের খাওয়ানো হলো বীরভূমের নানুরের অঞ্চলের আটকুলা গ্রামে। অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল কেরিম খান দীর্ঘদিন ধরে কোণঠাসা হয়ে থাকার পর সুকন্যা মণ্ডলের  জামিন পাওয়ার আনন্দে আটকুলা গ্রামের সমস্ত বাসিন্দাদের রাত্রে খাওয়ানো হয়। খাবারে ছিল , ভাত, মাংস, আলুপোস্ত, চাটনি।