কিয়েভ, ২৬ আগস্টঃ ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। সোমবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বিশাল ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে খবর। গোটা দেশজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি।
সোমবার মধ্যরাতে এই হামলা শুরু হয়। কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালাল রাশিয়া বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামহাল বলেছেন, “রুশ বাহিনী ইউক্রেনের ১৫টি অঞ্চলে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক ব্যালিস্টিক কিনঝাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।”
জ্বালানি অবকাঠামো আবারও রুশ সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে তোপ দেগেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই হামলায় বেশ কয়েকটি অঞ্চলে ক্ষতি হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার গ্রিড অপারেটর ‘ইউক্রেনারগো‘ সিস্টেমটি ক্ষতিগ্রস্থ হয়েছে। জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।