আবুজা, ২৬ আগস্ট: নাইজেরিয়ার ইসলামি নেতা ইব্রাহিম ইয়াকুব আল জাকজাকি ইসরাইলের তীব্র সমালোচনা করে বলেছেন, দখলদার ইসরাইল ক্রমেই পতন ও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ইরাকের কারবালা শহরে ‘আল–আকসার আহবান’ ব্যানারে আয়োজিত এক মিছিলে যোগদান করে জাকজাকি বলেছেন, ‘যায়নবাদী ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র নড়বড়ে হয়ে পড়েছে।’ ইসরাইলের ব্যর্থতার দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘দখলদারদের পতন শুরু হয়েছিল আকসা তুফান অভিযান শুরুর পর থেকে এবং সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায়, ইসরাইলের ধ্বংস অতি সন্নিকটে। এটা কেবল আশাবাদ নয় বরং ইসরাইলের পতনের বিষয়টি আমরা সবাই দেখতে পাচ্ছি।’ নাইজেরিয়ার এই মুসলিম নেতা আরও বলেছেন, ‘আজ এত রক্ত ঝরানোর পর আল্লাহর ইচ্ছায় গাজা ও ফিলিস্তিন বিজয়ী হবে এবং আমরা শীঘ্রই আল–আকসা মসজিদে আমাদের নামায আদায় করব।’ ইসরাইলি বিশেষজ্ঞরাও স্বীকার করেছেন, ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলের বিজয়ের ধারণা পরিবর্তিত হয়েছে। পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরাইল গাজা ও পশ্চিম তীরে মজলুম ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ইসরাইল হামাসের বিরুদ্ধে কোনও সাফল্যই অর্জন করতে পারেনি। ইরানের নেতৃত্বে বহু দেশ এখন ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং যায়নবাদীদের ফিলিস্তিনি ভূখণ্ড থেকে উচ্ছেদে মরিয়া চেষ্টা চালাচ্ছে।