Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

স্বাস্থ্যের নজর রাখবে নতুন মনিটর

News Desk

Published: 31 May, 2024, 05:29 PM
স্বাস্থ্যের নজর রাখবে নতুন মনিটর

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে নয়া দিশা দেখাল আইইএমএ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। নতুন ধরনের হেলথ মনিটর তৈরি হল সংস্থাটির তরফে। মানবদেহের তাপমাত্রা, কম্পন-সহ আরও একাধিক তারতম্যের ভিত্তিতে স্বাস্থ্যের নজর রাখবে নতুন এই মনিটর। আগামী দিনে স্বাস্থ্য ক্ষেত্রে আরও উন্নতি করবে আইইএমএ, এমনটাই আশা করছেন সংস্থার ডিরেক্টর সত্যজিৎ চক্রবর্তী।

কীভাবে কাজ করবে এই নতুন হেলথ মনিটর? জানা গিয়েছে, রিয়েল টাইম অ্যাসেট মনিটরিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে আইইএমএ অ্যাসেট হেলথ মনিটরে (IEMA)এই প্রযুক্তির সাহায্যে দেহের তাপমাত্রা, কম্পন, তরঙ্গ সমস্ত কিছুই খতিয়ে দেখা হবে। তার ভিত্তিতেই এই মনিটর জানিয়ে দেবে, কোন কোন উপায়ে সুস্থ থাকা যাবে। যেহেতু এই মনিটরে রয়েছে রিয়েল টাইম টেকনোলজি, তাই স্বাস্থ্য সংক্রান্ত নানা সিদ্ধান্ত নেওয়া যাবে খুব তাড়াতাড়ি।

আইইএমএ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আগামী দিনে এই প্রযুক্তিকে আরও উন্নত করতে চেষ্টা করবে বলেই আশা সংস্থাটির। এই হেলথ মনিটরকে ‘গেম চেঞ্জার’ হিসাবেই দেখছে তারা। জানা গিয়েছে, এই মনিটর তৈরির নেপথ্যে রয়েছেন একঝাঁক বাঙালি। সৌভিক চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দিনরাত পরিশ্রম করেছন অমর্ত্য মুখোপাধ্যায়, অয়ন কুমার পাঁজা এবং ঋষিত চক্রবর্তী। তাঁদের নিরলস চেষ্টাতেই তৈরি হয়েছে এই মনিটর। উদ্ভাবনের ক্ষেত্রে তাঁদের সংস্থা প্রতিজ্ঞাবদ্ধ, সেটার নিদর্শন এই মনিটর-এমনটাই মত আইইএমএ ডিরেক্টর সত্যজিৎ চক্রবর্তীর।

Leave a comment