Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

মহিলা ভোটই জয়ের চাবিকাঠি, ভোটার বাড়াতে মাঠে তৃণমূল

ইমামা খাতুন

Published: 30 June, 2024, 08:38 PM
মহিলা ভোটই জয়ের চাবিকাঠি, ভোটার বাড়াতে মাঠে তৃণমূল

পুবের কলম,ওয়েবডেস্ক:  এবারের লোকসভা নির্বাচনে বঙ্গে কার্যত সবুজ ঝড়। ৪২ আসনের মধ্যে ২৯টিতেই তৃণমূল প্রার্থীদের জয়জয়কার। মূলত ‘লক্ষ্মীর ভাণ্ডার’-ই ভোট ভাণ্ডারের অন্যতম কারণ। এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। মহিলা তৃণমূল কর্মী সদস্য আরও বৃদ্ধি করতে পথে নামছে তৃণমূল। যার জেরে আগামী ১ আগস্ট থেকে টানা একমাস রাজ্যের সমস্ত ব্লক ও পুর অঞ্চলে ‘বৈঠকী সাক্ষাৎ’ করবে তৃণমূল মহিলা কংগ্রেস।

তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য কমিটি ও জেলা সভাপতিদের নিয়ে বর্ধিত কর্মসমিতির বৈঠকের পর সংগঠনের এই কর্মসূচির কথা জানিয়েছেন রাজ্য সভানেত্রী ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঘটনার প্রেক্ষিতে সংগঠনের চেয়ারম্যান তথা সাংসদ মালা রায় জানিয়েছেন, দলের ভাণ্ডারে আরও ‘লক্ষ্মী’ টানতে আগামী ৩ জুলাই থেকে ১৮ জুলাই, ২১ জুলাই ‘ধর্মতলা চলো’-র সমর্থনে প্রতিটি জেলায় মহিলাদের কর্মিসভা হবে। ২১ জুলাই প্রত্যেকটি জেলা থেকেই আগেরবারের চেয়ে অনেক বেশি সংখ্যায় মহিলা কর্মী-সমর্থকদের নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 
ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের উন্নয়নে বাড়তি নজর দিয়েছে রাজ্য সরকার। চালু করেছে নানা প্রকল্প। এর মধ্যে অবশ্যই প্রথমে আসে লক্ষ্মীর ভাণ্ডারের নাম। বিগত বাজেটে এই প্রকল্পে মহিলাদের আর্থিক সাহায্য বাড়িয়ে দেওয়া হয়েছে। এবারের লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শুরু থেকেই প্রচারে নেমেছিল তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই প্রচারে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বিশেষভাবে তুলে ধরছেন।

মহিলা ভোটার যে এবারেও তৃণমূলের ঝুলি ভরতে অনেকটাই সাহায্য করবে, সেটা আগে থেকেই অনুমান করেছিল রাজনৈতিক বিশ্লেষকরা। ভোটের ফলাফল ঘোষণা হতেই তা জলের ন্যায় স্বচ্ছও হয়ে যায়। তাই রাজ্যে মহিলা কর্মী সংখ্যা আরও বৃদ্ধি ও শক্তিশালী করতে হাইকমান্ডের নেতৃত্বে মাঠে নামতে চলেছে তৃণমূল মহিলা নেত্রীবৃন্দ। 

Leave a comment