Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

এলাকাবাসির বাধায় খোয়াইয়ে বন্ধ হলো অবৈধ নির্মাণ

Kibria Ansary

Published: 26 June, 2024, 08:56 PM
এলাকাবাসির বাধায় খোয়াইয়ে বন্ধ হলো অবৈধ নির্মাণ

দেবশ্রী মজুমদার, বোলপুর: রাজ‍্যব‍্যাপী চলছে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান। এবার এলাকাবাসির বাধায় বুধবার খোয়াইয়ে বন্ধ হলো অবৈধ নির্মাণ। বোলপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের মধ‍্যে শান্তিনিকেতনের বল্লভপুর অভয়ারণ্যর সামনে খোয়াইয়ের পাঁচ বিঘা পরিমাণ জমিকে জেসিবি দিয়ে ড্রেজিংয় করে মাটি ভরাটের কাজ চলছিল। এভাবে খোয়াইয়ের চরিত্র পাল্টে জমির রূপ দেওয়ার চেষ্টা চলছিল। এই অবৈধ নির্মাণ নিয়ে মুখ‍্যমন্ত্রীর কড়া অবস্থানের খবর পেয়ে এলাকাবাসীরা ঐক্যবদ্ধ হয়ে কাউন্সিলারকে নিয়ে  থানায় যান। তারপর শান্তিনিকেতন থানার প্রশাসনকে সাথে নিয়ে অবৈধ নির্মাণ রুখে দেয়। কার জমি, কে এই অবৈধ কাজ করছিল গোটা বিষয়টি তদন্ত করে দেখছে প্রশাসন। এই খোয়াইয়ের পিছনে অভয়ারণ‍্য। যেখানে শয়ে শয়ে হরিণ ও শীতের সময় লক্ষ লক্ষ পরিযায়ী পাখিরা এসে হাজির হন। সেই জায়গাতেই এদিন জেসিবি লাগিয়ে নির্মাণ কাজ শুরু হয়েছিল।  

বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানান, ‘এই বিষয়টি নিয়ে আমার কাছে কোনও খবর ছিল না। আমি স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলে  ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর ধর্মেন্দ্র সিংয়ের সুপারভাইজার গৌরাঙ্গ মণ্ডল জানান, এই নির্মাণ নিয়ে কাউন্সিলরের কাছে একটি অভিযোগ জমা পড়ে। কাউন্সিলর তাঁকে গিয়ে এই কাজ বন্ধ করে দেওয়ার জন্য বলতে বলে। জেসিবি দিয়ে ড্রেসিং করার কাজ হচ্ছিল। সেটি তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশের শীর্ষ আদালতের নির্দেশে শান্তিনিকেতনের খোয়াই সহ ১১ টি মৌজায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এই বিষয়ে আদালতে মামলা করেন প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী। কিন্তু তারপরও এদিন অবৈধ ভাবে নির্মাণ করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। প্রসঙ্গত, শান্তিনিকেতনে বিভিন্ন এলাকাতে জমি মাফিয়াদের বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি জমি দখল করে নির্মাণের অভিযোগ ইতিপূর্বে উঠেছে একাধিকবার। অন‍্যদিকে, বোলপুরে সবুজপত্র আবাসন প্রকল্পে আদিবাসী সহ অন‍্যান‍্যদের পাট্টা জমি দখল করার অভিযোগের সরেজমিন তদন্তে যায় জেলা প্রশাসন।

রাজ্য - এর থেকে আরোও খবর

Illegal construction stopped in Khwai due to the obstruction of local residents

Leave a comment