Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

পুনেতে জিকা ভাইরাসে আক্রান্ত চিকিৎসক সহ তার নাবালিকা কন্যা

Bipasha Chakraborty

Published: 26 June, 2024, 07:07 PM
পুনেতে জিকা ভাইরাসে আক্রান্ত চিকিৎসক সহ তার নাবালিকা কন্যা

 

মুম্বই, ২৬ জুন: জিকা ভাইরাসের জীবাণু পাওয়া গেল মহারাষ্ট্রের পুনে শহরে এক চিকিৎসক সহ তার ১৫ বছরের মেয়ের শরীরে র‍্যাশ সহ জ্বরের উপসর্গ দেখা দেওয়ায় ওই চিকিৎসককে পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ধরা পড়ে জিকা ভাইরাস পরে তার পরিবারের সকলের মেডিক্যাল পরীক্ষা করানো হয় রিপোর্টে তার নাবালিকা মেয়ের শরীরে জিকা ভাইরাসের জীবাণু মিলেছে

বুধবার সরকারি সূত্রে জানানো হয়েছে, ৪৬ বছরের চিকিৎসক সহ তার ১৫ বছরের মেয়ের শরীরে জিকা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে তবে দুজনের অবস্থা স্থিতিশীল

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির তরফে রিপোর্ট পজিটিভ জানানোর পর ২১ জুন পুনের পুরসভার তরফ থেকে চিকিৎসক সহ তার মেয়ের শরীরে জিকা ভাইরাসের তথ্যটি নিশ্চিত করা হয়

পুনে পুরসভার তরফে জোরকদমে সচেতনতার প্রচার চালানো হচ্ছে অন্তঃসত্ত্বা মহিলাদের সতর্ক থাকতে বলা হয়েছে

 
প্রসঙ্গত, এডিস মশা থেকে জিকা ভাইরাসটি মানবদেহে সংক্রামণ ঘটায় ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মতো সংক্রমণের জন্যও এটি পরিচিত ভাইরাসটি প্রথম ১৯৪৭ সালে উগান্ডায় শনাক্ত করা হয়েছিল (153) 
 

Leave a comment