Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

স্কুলে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর এবার ' মদ', আরামবাগে চাঞ্চল্য

ইমামা খাতুন

Published: 25 June, 2024, 04:55 PM
স্কুলে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর এবার ' মদ',   আরামবাগে চাঞ্চল্য

পুবের কলম,ওয়েবডেস্ক:  আগ্নেয়াস্ত্রের পর এবার 'মদ'। মুর্শিদাবাদের আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে পড়ুয়ার ঘটনায় হইচই সর্বত্র। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার স্কুলের জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল মদের বোতল। শুধু তাই নয়, ওই মদমিশ্রিত পানীয় খেয়ে তেষ্টা মেটায় খুদে পড়ুয়ারা। আরামবাগের মুথাডাঙা চক্রের একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।

 জানা গেছে, গত শনিবার  পড়ুয়াদের মুখে অন্য রকম গন্ধ পাওয়া যাচ্ছিল। একাংশের দাবি, স্কুলের ট্যাঙ্কের জলপানের পর থেকে এই গন্ধ পাওয়া যাচ্ছে। প্রথমে বিষয়টি বিশ্বাস করেননি উপস্থিত শিক্ষকরা। পরে আরামবাগের মুথাডাঙা চক্রের শিক্ষকেরাও ওই জল পান করেন। জল খেয়ে তাঁরা মদের গন্ধ পান। একতলা স্কুলভবনের ছাদের ট্যাঙ্কের ঢাকনা খোলা হয়। সেখান থেকে অর্ধেক মদ ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়। ঘটনার জেরে গ্রামে শোরগোল পড়ে। স্কুলে মিডডে মিলও বন্ধ হয়ে যায়।

শিক্ষকদের অনুমান, কেউ মদ খেয়ে ট্যাঙ্কে বোতল ফেলে দিয়েছেন। আর তা থেকে চুঁইয়ে মদ বেরিয়ে জলে  মিশেছে। এই বিষয়ে বিষয়টি স্কুলের গ্রাম শিক্ষা কমিটি, অভিভাবক এবং স্কুল পরিদর্শককে জানানো হয়েছে। অভিভাবকদের সঙ্গে কথা বলেই মিডডে মিল আপাতত বন্ধ রাখা হয়েছে। গ্রাম শিক্ষা কমিটির তরফে বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।  বিষয়টি তদন্ত সাপেক্ষ।  

 

Leave a comment