জমিয়তে উলামায়ে বাংলার হজ্ব পরিষেবা কেন্দ্রের উদ্বোধন
Bipasha Chakraborty
Published: 03 September, 2024, 08:46 PM
পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: জমিয়তে উলামায়ে বাংলার হাবরা, অশোকনগর,আমডাঙ্গা ও দেগঙ্গা থানা কমিটির উদ্যোগে হজ্ব ও ওমরাহ পরিষেবা কেন্দ্রের উদ্বোধন হলো মঙ্গলবার হাবড়ার ইছাপুর চৌমাথায়।
উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এর ইমরান উদ্দিন সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক পীর-জামাতা আলহাজ্ব আজমাতুল্লাহ সিদ্দিকী, উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম, কেন্দ্রীয় মুখ্য সংগঠক ডা. কবীর আহমেদ, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ও সংগঠনের হজ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মহ. সিদ্দিক হোসেন প্রমুখ।
সফিকুল ইসলাম সাহেব বলেন, এরাজ্যে সরকারিভাবে হজ যাত্রীর কোটা পূরণে আরো বেশি করে সচেতনতা শিবির হওয়া দরকার। পীর ইমরান উদ্দিন সিদ্দিকী বলেন, হজ ব্রতের মত এবাদাত অবশ্য পালনীয়দের জন্য পরিশীলিত ও যথাযথ হওয়া দরকার। এজন্য এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজন রয়েছে। জমিয়তে উলামায়ে বাংলার পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রশংসনীয়।
পীরজাদা আজমতুল্লাহ সিদ্দিকী বলেন, দাদা হুজুরকে ভালবাসলে, তার এই সংগঠনকেও ভালোবাসা উচিৎ। এই সংগঠনের সংস্পর্শ থেকে মানুষের জন্য কাজ করা যায়। পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী বলেন, জমিয়তে উলামায়ে বাংলার হজ্ব পরিষেবার জন্য যে আঞ্জাম দিচ্ছে তা থেকে অনেকেই উপকৃত হবেন ।
হজযাত্রীদের সমস্ত সুযোগ-সুবিধা তৈরি করে দেওয়া মুনাফার উদ্দেশ্য নয়, খিদমতের উদ্দেশ্যেই করে থাকে জমিয়তে উলামায়ে বাংলা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আলাউদ্দিন আহমেদ, ইসরাইল মল্লিক, আলহাজ্ব আব্দুল হক, সফিয়ার রহমান, মাওলানা মারুফ বিল্লাহ, হাজী আবদুল কালাম, আব্দুল কাইয়ুম আলী , মোহাম্মদ মোজাফফর হক প্রমুখ।
এদিন হজ সচেতনতার পাশাপাশি আরজিকরের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ কাণ্ডে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। আখেরি মোনাজাত করেন পীর ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব।