Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

হাই ভোল্টেজ বিদ্যুৎবাহী তার ছিড়ে মৃত এক, আহত চার কুলতলিতে

Kibria Ansary

Published: 23 June, 2024, 07:34 PM
হাই ভোল্টেজ বিদ্যুৎবাহী তার ছিড়ে মৃত এক, আহত চার কুলতলিতে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: বিদ্যুতের তাঁর ছিড়ে ভয়াবহ মৃত্যু এক জনের, আহত চার জন। এলাকায় শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে কুলতলি বিধানসভার জয়নগর ২ নং ব্লকের চুপড়িঝাড়া পঞ্চায়েতের চিন্তাহরন বাবুরচক এলাকায়। আহত চারজনের চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কুলতলি বিধানসভার চুপড়িঝাড়া পঞ্চায়েতের চিন্তাহরণ বাবুর চকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে গ্রামের মানুষজন পাড়ার মোড়ে চা খাওয়ার জন্য জড়ো হয়। আর রাস্তার ধারে থাকা একটি ইলেকট্রিকের পোস্টের হাই ভোল্টেজ বিদ্যুতের তাঁর আচমকা ছিড়ে পড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষদের উপরে।আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির। এই ঘটনায় গুরুতর জখম হয় ৪ ব্যক্তি। স্থানীয়রা তড়িঘড়ি আহত দের নিয়ে যায় জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে। সেখানে এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানাতরিত করা হয়। আর এই মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের দেখতে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে ছুটে আসেন কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডল ও কুলতলি থানার আইসি সতীনাথ চট্টরাজ। মৃত ব্যক্তির নাম সুদর্শন সরদার(৬০)। গুরুতর আহত ব্যক্তিরা হলেন, নবো হালদার, জয়নাল সরদার, মনোরঞ্জন হালদার ও যামিনী নস্কর। মৃত ও আহতদের সবার বাড়ি পূর্ব রাধাবল্লভপুর গ্রামে। এর মধ্যে জয়নাল সরদারের অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক। আর এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ রবিবার বেলায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ শুরু করেছে। আর এ দিকে রবিবার ও হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা। তবে এলাকার মানুষ বিদ্যুৎ দফতরের গাফিলতির কথা বলছেন। তবে এই ঘটনায় দোষ কার তাঁর ওপর তদন্ত শুরু করেছে পুলিশ।

রাজ্য - এর থেকে আরোও খবর

One dead four injured in Kultali high voltage power line snaps

Leave a comment