Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

প্রথম উড়ানের বাংলার হাজীদের উষ্ণ অভ্যর্থনায় মন্ত্রী থেকে পুলিশ

ইমামা খাতুন

Published: 23 June, 2024, 02:09 PM
প্রথম উড়ানের বাংলার হাজীদের উষ্ণ অভ্যর্থনায় মন্ত্রী থেকে পুলিশ

 

 

পুবের কলম প্রতিবেদকঃ  ২২ জুন, ২০২৪। মক্কা  থেকে ফিরতি  উড়ানে হাজিদের বহন করে প্রথম ফ্লাইটটি আসবে কলকাতা বিমানবন্দরে। সকলেই অপেক্ষমান। বিমানবন্দরে সাজোসাজো  রব। প্রথম উড়ানটি আসার কথা বিকেল ৫ টা ৩০ মিনিট নাগাদ। কিন্তু শেষ পর্যন্ত বিমানটি এল প্রায় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট নাগাদ। হাজীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে সরকারের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও তাঁর স্ত্রী ইসমতআরা হাকিম, মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, সাংসদ নাদিমূল হক, সংখ্যালঘু দফতরের সচিব পি বি সালিম, সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের ম্যানেজিং ডিরেক্টর সাকিল আহমেদ, উত্তর ২৪ পরগনা জেলার কর্মাধ্যক্ষ এবং হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে গত কয়েক বছর ধরে যার নিরলস প্রচেষ্টা সকলের দৃষ্টি কেড়েছে সেই একেএম ফারহাদ প্রমুখ। এছাড়াও ছিলেন হজ কমিটির সদস্য কুতুবউদ্দীন তরফদার, জনাব কামরুল হুদা, সাওবান সিদ্দিকী, বিজলী রহমান, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা নিজামউদ্দীন, জনাব বাকিবিল্লাহ প্রমুখ।

 

 

প্রথম উড়ান থেকে নেমে হাজী ও হাজ্জিনরা বাসে করে এয়ারপোর্টে আসার গেটে পৌঁছালেন। দেখা গেল সেই আবেগঘন দৃশ্য। হাজীদের দেখে উপস্থিত অভ্যর্থনাকারীরা ধ্বনি দিলেন আল্লাহু আকবর। হাজীরাও বললেন, আল্লাহু আকবর। আমরা হজ পালন করে নিজের দেশে ফিরে এলাম। এই ফ্লাইটে উত্তরবঙ্গের হাজীরাই বেশি ছিলেন। হাজীদের স্বাগত জানাতে এগিয়ে গেলেন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম, ইসমতআরা হাকিম, পি বি সালিম ও আহমদ হাসান ইমরান প্রমুখ। হাজীদের হাতে লাল গোলাপ তুলে দিলেন তাঁরা। হাজী ও হাজ্জিনদের মুখে প্রশান্তির হাসি। ফিরহাদ হাকিম সাংবাদমাধ্যমকে বললেন, কোড অফ কনডাক্ট চালু থাকার জন্য আমরা হজযাত্রীদের বিদায় দিতে আসতে পারিনি। খুবই খারাপ রাখছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হজযাত্রীদের জন্য খুবই সুন্দর  ব্যবস্থাপনা  করেছেন। তিনি চান হজযাত্রা ও ফেরার বাংলার হাজীদের যাতে বিন্দুমাত্র অসুবিধা না হয়।  সংখ্যালঘু দফতরের সচিব পি বি সালিম সাহেবের তত্ত্বাবধানে বাংলার হাজীদের প্রত্যেক দিকে লক্ষ্য রাখা হয়েছে। এমন সু¨র ব্যবস্থাপনা আর কোনও রাজ্যে নেই। ইসমতআরা হাকিমও বিশেষ করে হাজ্জিনদের হজ মুবারকজানান।

অবশেষে প্রথম ফ্লাইটের যাত্রীদের আগমন শেষ হল। খুব দ্রুত তাঁরা কাস্টমস পেরিয়ে বাড়ির পথে রওনা  দিলেন। সবার সঙ্গেই রয়েছে পবিত্র জমজম পানির একটি বড় জার। হজ কমিটির সদস্য কুতুবউদ্দীন তরফদার মন্ত্রী ফিরহাদ হাকিমকে বললেন, স্যার দ্বিতীয় ফ্লাইটেও আমি রয়েছি। সব হাজীদের বাড়ি ফেরার ব্যবস্থা করে তবেই আমি বিমানবন্দর থেকে বেরবো। 

Leave a comment