Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

বারাসত: ফারদিন নবীর খুনির কঠোর শাস্তির দাবি ও গুজব বন্ধের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের

Kibria Ansary

Published: 28 June, 2024, 10:00 PM
বারাসত: ফারদিন নবীর খুনির কঠোর শাস্তির দাবি ও গুজব বন্ধের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের

পুবের কলম প্রতিবেদক, বারাসত: বারাসাতের খুন হয়ে যাওয়া কিশোর ফারদিন নবীর ঘাতককে কঠোর শাস্তির দাবী জানালো উত্তর ২৪ পরগনা জেলা জমিয়তে উলামায়ে হিন্দ। সম্প্রতি খুন হয়ে যাওয়া ফারদিন নবীর শোকসভা হয় শুক্রবার বারাসত কাজীপাড়া দরগা বাড়ি মসজিদে। বারাসাত ব্লক জমিয়েত উলামা  ও ইমাম সংগঠনের তত্ত্বাবধানে। উল্লেখ্য,গত ৯  জুন খুন হয়ে যাওয়া ফারদিন নবীর ঘাতককে গ্রেফতারের দাবী জানানো হয়েছিল জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে। এদিনের শোকসভায় বারাসাত ১ এর অন্তর্ভুক্ত প্রায় সমস্ত মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ জমিয়েত কর্মীরা উক্ত  উপস্থিত ছিলেন। ইমাম সংগঠনের সভাপতি মাওলানা মোশারফ সাহেব বক্তব্য বলেন, খুনি কাকা এনজেল নবীকে ফাঁসি দেওয়া হোক। সমর্থনে বক্তব্য রাখেন হাফেজ আকবর আলী , মাওলানা হাসিবুর রহমান। উপস্থিত ছিলেন মৃত ফারদিন নবীর বাবা গোলাম নবী।তিনি দাবি তোলেন যে আমার শিশুকে  দড়িতে  ঝুলিয়ে হত্যা করেছে,তাকেও দড়িতে  ঝুলিয়ে ফাঁসি দেওয়া হোক। বারাসত ব্লক জমিয়েত সম্পাদক মাওলানা নাসির সাহেব বলেন এই ঘাতক ব্যক্তিকে সম্মানীয় মোয়াজ্জিন পদের সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।  উনি কোন  মোয়াজ্জিন ছিলেন না।  অবসর সময়ে মাঝে মধ্যে আযান দিতেন। ঘাতক একজন দিন মজুর ও ব্যাগ কারখানার কর্মচারী ।জেলা জমিয়েত সম্পাদক কাজী আরিফ রেজা বলেন ,জেলা জমিয়তের পক্ষ থেকে আমরা গত ১৫  জুন  এস.পি.মহাশয়ার কাছে উক্ত হত্যার সঙ্গে জড়িতদেরকে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির জন্য  লিখিত আবেদন জানিয়েছিলাম। প্রশাসন খুবই দ্রুততার সঙ্গে উক্ত ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিকে সনাক্ত করেছেন।এর জন্য প্রশাসনকে ধন্যবাদ। সেইসঙ্গে এটাও তিনি দাবি তোলেন যে,দোষী ব্যক্তিকে যখন সনাক্ত করা গেছে,তখন  ঘাতককে ভারতের আইন মোতাবেক  কঠোর শাস্তি প্রদান করা হোক। পাশাপাশি জনগণের কাছে আবেদন জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা শোনা বা দেখার পরে কোন প্রকার প্ররোচনায় না পড়ে, গুজব না ছড়িয়ে বরং দ্রুত প্রশাসনের সাহায্যে অবস্থা নিরসনে সচেষ্ট হতে হবে।এ দিনের সভায়  অন্যান্য বিশিষ্ট জনদের  মধ্যে  উপস্থিত ছিলেন,হাফেজ মতিয়ার রহমান,ডাক্তার গিয়াসু দ্দীন,ডাক্তার সবুর আহমাদ, মাওলানা শারফুদ্দীন, মাওলানা সাঈদ রেজা, কাজী আমানুল্লাহ,কাজী মমিনুল আহাদ,কাজী মাহমুদুল হাসান কাজী বাসিরুর রহমান ও কাজী ইমরান।এই দিনের  সভাপতি মাওলানা  জাকির হক সাহেব ফারদিন নবীর জান্নাত লাভের জন্য প্রার্থনা ও সমাজের মধ্যে শান্তি  বজায় থাকে,তার জন্য দোওয়া প্রার্থনা করেন।

Leave a comment