Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ছেলেধরা সন্দেহে মুসলিম যুবক'কে বেধড়ক মারধর, বারাকপুরে উত্তেজনা

ইমামা খাতুন

Published: 22 June, 2024, 04:57 PM
ছেলেধরা সন্দেহে মুসলিম যুবক'কে বেধড়ক মারধর, বারাকপুরে উত্তেজনা

পুবের কলম,ওয়েবডেস্ক:  সম্প্রীতির বাংলায় অপ্রীতিকর ঘটনা। ছেলেধরা সন্দেহে মুসলিম যুবক'কে পিটিয়ে আধমরা করল একদল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে বারাকপুর কমিশনারেট চত্বরে। জানা গেছে, ঈদের মেলা চলছিল মোহনপুর পঞ্চায়েতের কাঠালিয়ায় এলাকায় । সেখানেই ঘুরতে এসেছিলেন নাজির হোসেন নামক এক যুবক। বয়স ৩২। অভিযোগ, আচমকাই একদল লোক তাঁকে ঘিরে ধরে। কিছু বোঝার আগেই নাজিরের ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। পরে ছেলে ধরা ছেলে ধরা বলে চিৎকার শুরু করে।  মানুষের আচমকা প্রহারে দিগ্বিদিক্‌ জ্ঞানশূন্য হয়ে পরে নাজির।  কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পরে সে।  একদল লোক উত্তেজিত জনতার থেকে তাঁকে ছাড়িয়ে  প্রথমে বারাকপুর বি এন বসু হসপিটালে নিয়ে যায়। সেখানে  তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতা আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেলায় ঘোরাঘুরির সময় কয়েকজন যুবক নাজির'কে ঘিরে ধরে। বলে, “তুই এলাকার বাচ্চা চুরি করতে এসেছিস।” এর পরই শুরু হয় গণপ্রহার। 

এদিকে মারধরের খবর ছড়িয়ে পড়তেই নাজিরের পরিবার ও পরিজন মোহনপুর থানায় এসে বিক্ষোভ দেখায়। অভিযোগ দায়ের করে। এবং দোষীর শাস্তি দাবি করেতে বিক্ষোভ দেখান তাঁরা। এলাকার লোকের দাবি, ভালো একটা ছেলেকে এভাবে ছেলে ধরা অপবাদ দিয়ে মারধর করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। এলাকার উত্তেজনা থাকার পুলিশ পিকেট বসানো হয়েছে।

 

প্রসঙ্গত, একদল রাজনৈতিক ধর্মান্ধ মানুষ কৌশলেই সাধারণের মধ্যে ধর্মীয় মেরুকরণের বীজ বপন করে  চলেছে প্রতিনিয়তদেশের  একাংশে  বিশেষ করে গো-বলয়গুলিতে সেই হিংসার বিজ  পুঁতছে, একটা সময় সেটা মহীরুহ আকার  ধারণ করেছে। তবে বাংলায় হাজারো চেষ্টা করেও এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করতে ব্যর্থ তারা। তাই শান্তির বাংলায় অশান্তি তৈরি করতে উঠেপড়ে লেগেছে    

 

 

Leave a comment