Fri, July 5, 2024

ই-পেপার দেখুন

অসমে ১৯ জেলায় বন্যায় আক্রান্ত ৩ লক্ষ, মৃত ৪২

Bipasha Chakraborty

Published: 20 June, 2024, 08:39 PM
অসমে ১৯ জেলায় বন্যায় আক্রান্ত ৩ লক্ষ, মৃত ৪২

 

গুয়াহাটি, ২০ জুন: কেন্দ্রীয় আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী, জুন মাসের ১ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত অসমে স্বাভাবিক থেকে ২৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এর ফলে রাজ্যের ১৯ জেলায় প্রায় তিন লক্ষ লোক বন্যায় আক্রান্ত। এর মধ্যে সবথেকে খারাপ অবস্থা বরাক উপত্যকার করিমগঞ্জ জেলা। সেখানে ২ লক্ষ ৪০ হাজারের বেশি মানুষ বন্যার কবলে।  এখন অবধি প্লাবন ও ভূমিধসে ৪২ জনের মৃত্যু হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এ বছর উত্তর-পূর্বে সময়ের আগেই ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। এর ফলে সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়েছে অসম ও মেঘালয়ে। বৃহস্পতিবার জারি করা রিপোর্ট অনুযায়ী, আগামী ৫ দিন অসম এবং মেঘালয়-সহ পার্শ্ববর্তী রাজ্যগুলোয় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথম তিনদিন ভারী বৃষ্টি হলেও পরের দু’দিন মাঝারি এবং হালকা বৃষ্টিপাত হবে।
অসমের ৯৭৯টি গ্রাম বন্যার কবলে পড়েছে এবং ৩,৩২৬.৩১ হেক্টর কৃষিজমি জলের তলায় রয়েছে। এতে ব্যাপকভাবে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাব এ'নই পড়তে শুরু করেছে। শাক-সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি।

Leave a comment