Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

জয়নগরে নতুন প্রজাতির নারকেল সবেদার চাষ, লাভের আশা দেখছে চাষীরা

Kibria Ansary

Published: 19 June, 2024, 08:41 PM
জয়নগরে নতুন প্রজাতির নারকেল সবেদার চাষ, লাভের আশা দেখছে চাষীরা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: দক্ষিন ২৪ পরগনার জয়নগর মোয়ার পাশাপাশি সবেদা চাষেও বিখ্যাত। এই এলাকার সবেদা রাজ্যে ছাড়িয়ে ভিন রাজ্যে ও যায়। তবে গত কয়েক বছরে বারবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু সবেদা গাছ। ক্ষতি হয়েছে সবেদার ফলনে। আর তাই এবারে জয়নগর এলাকার চাষিরা দেশীয় সবেদার বদলে কম সময়ে বেশি ফলনের আশায় বিদেশি জাতের সবেদার চাষ করছে। জয়নগরের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে এই নতুন প্রজাতির নারকেল সবেদার চাষ। আর এই নতুন প্রজাতির সবেদা সুন্দরবন তথা দক্ষিণ ২৪ পরগনার চাষিরা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। জয়নগরের বহড়ুর হাসিমপুর, মিঠানি, শ্রীপুর, সাহাজাদাপুর, ফুটিগোদা, বেলে দূর্গানগর সহ আশেপাশের এলাকায় আগে বিঘের পর বিঘে জমিতে সবেদা বাগানে সবেদা চাষ করতে দেখা যেত, অর্থাৎ এই সমস্ত এলাকাতে বেশ কিছু চাষি আছেন যাঁরা বিভিন্ন জাতেরসবেদা চাষ করে আর্থিকভাবে সচ্ছল হতেন। কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দেশি জাতের সবেদা চাষ করে সেভাবে আর লাভের মুখ দেখতে পারছিলেন না সুন্দরবন তথা জয়নগর এলাকার সবেদা চাষিরা। তাই বাধ্য হয়ে এই নারকেল সবেদা, অর্থাৎ দেশি নয়, বিদেশি চারার উপরে বেশি জোর দিতে শুরু করে তাঁরা এবং তা থেকেই উঠে আসে তাঁদের সাফল্য।জয়নগরের সাহাজাদাপুর গ্রামের কয়েকজন সবেদা চাষি বললেন, দেশি সবেদা চাষ করে যতটা লাভ হত, ততটাই বিভিন্ন খরচের খাতে বেরিয়ে যেত। এবং যার জন্য লাভের মুখ সেভাবে দেখতে পাচ্ছিলাম না। তাই এই বিদেশি নারকেল সবেদা জাতের গাছ বসিয়ে অল্প খরচে অধিক ফলন হচ্ছে গাছ গুলিতে। লাভবান ও হচ্ছি আগের থেকে। এই সবেদা শুধুমাত্র রাজ্যে নয়, বাইরেও পাঠাছি আমরা। দেশি সবেদার দামের তুলনায় এই নারকেল জাতের সবেদার দামও ভালই উঠছে। এখন অধিক লাভের দিশা দেখছেন তাঁরা। জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে চাষিদের এই সবেদা চাষে উৎসাহ প্রদান ও করা হচ্ছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, অন্যান্য চাষিদেরও এই ফল চাষে এগিয়ে আসার দরকার আছে।

রাজ্য - এর থেকে আরোও খবর

Cultivation of new species of coconut Sabedar in Jayanagar the farmers are hoping for profit

Leave a comment