Thu, June 27, 2024

ই-পেপার দেখুন

বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে কিষাণ সম্মান সম্মেলন

Kibria Ansary

Published: 18 June, 2024, 09:38 PM
বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে কিষাণ সম্মান সম্মেলন

বোলপুর, ১৮ জুন: মঙ্গলবার বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে  কিষাণ সম্মান সম্মেলন অনুষ্ঠিত হলো। বারানসির 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মান সম্মেলনে' ভার্চুয়ালি দেখানো হয় বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে। এখানে কৃষকদেরকে সম্মানিত করা হয়৷ এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গলায় শোনা গেল বিশ্বভারতীর সমালোচনা। তিনি বলেন, "বিশ্বভারতী ভালো ভাবে চলছে না, বার বার হোঁচট খাচ্ছে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই"। রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি ৷ পাশাপাশি, কি জন্য আর পাঁচটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের থেকে বিশ্বভারতীর মান অবনমন হচ্ছে তার কারন খুঁজে বের করতে হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল৷ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী৷ বর্তমানে যা ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত। এই বিশ্বভারতীর মান নিয়ে উষ্মা প্রকাশ করায় কেন্দ্রসরকারের ব‍্যর্থতা ফুটে উঠেছে তার গলায়, এমনটাই মনে করছে বিভিন্ন মহল।

রাজ্য - এর থেকে আরোও খবর

Kisan Samman Conference Rathindra Agricultural Science Center of Visva Bharati

Leave a comment