Wed, June 26, 2024

ই-পেপার দেখুন

হঠাৎ করেই স্টিয়ারিংয়ে হাত, কিশোরের ছেলেমানুষিতে গঙ্গায় গিয়ে পড়ল গাড়ি

News Desk

Published: 17 June, 2024, 03:20 PM

পুবের কলম, ওয়েবডেস্ক: গঙ্গার ঘাটে হঠাৎ করে বিপত্তি। রবিবার সাত সকালে একটি গাড়ি গঙ্গায় তলিয়ে যায়। ওই গাড়ির মধ্যেই ছিল এক কিশোর। অনেক কষ্টে গাড়ি সমেত কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকারী দল গঙ্গায় ঘণ্টা খানেকের চেষ্টায় গাড়িটিকে উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে দক্ষিণ কলকাতার আনন্দপুর এলাকা থেকে গাড়ি করে ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসে এক পরিবার। ওই পরিবারের সদস্যেরা মন্দিরে পুজো দিতে গেলেও বাড়ির ছোট ছেলে গাড়িতেই ছিল। সে সময়ই দুর্ঘটনা ঘটে। গাড়ির স্টিয়ারিং নিয়ে টানাটানি করতে গিয়েই বিপদ ডেকে আনে ওই কিশোর। গাড়িটি গড়িয়ে গঙ্গায় তলিয়ে যায়। স্থানীয়েরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দিয়ে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল।

গাড়ির মধ্যে থেকে কিশোরকে কোনও রকমে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। জলে নেমে গাড়িটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে তোলা হয়। স্থানীয় এবং উদ্ধারকারী দলের তৎপরতায় কিশোরের প্রাণ রক্ষা করা গিয়েছে। পরিবারের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন উঠছে।

  

Leave a comment