Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

শপথ জটে রাজ্যপালের অপেক্ষায় বিধানসভার সিঁড়িতে বসে জনতার রায়ে জিতে আসা দুই বিধায়ক

আবুল খায়ের

Published: 26 June, 2024, 04:01 PM
শপথ জটে রাজ্যপালের অপেক্ষায় বিধানসভার সিঁড়িতে বসে জনতার রায়ে জিতে আসা দুই বিধায়ক

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ এ যেন উলট পুরাণ। বুধবার দুপুরে বিধানসভার সিঁড়িতে বসে দুই তৃণমূল বিধায়ক। হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা, 'শপথগ্রহণের জন্য রাজ্যপালের পৌঁছনোর অপেক্ষা করছি'। বিধানসভায় প্রবেশের মুখে এতদিন বসে থাকতে দেখা যেত মূলত বিরোধীদের। এ দিন দেখা গেল সম্পূর্ণ তার বিপরীত দৃশ্য। সদ্য সমাপ্ত উপনির্বাচনে জয়ী বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত তুঙ্গে। বেনজিরভাবে রাজ্যের শাসক দলের দুই বিধায়ক মানুষের রায়ে জিতে এসে শপথ গ্রহণের জন্য কার্যত ধর্নায় বসেছেন।

এ দিন ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দুপুরে বিধানসভায় পৌঁছান। দুই বিধায়কের সঙ্গে দেখা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং কৃষিমন্ত্রী শোভোন দেব চট্টোপাধ্যায়। বিধানসভাতেই শপথ নিতে চান দুই বিধায়ক। অন্যদিকে নিজের অবস্থান থেকে সরতে নারাজ রাজ্যপাল।

ঘটনা প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রয়োজন পড়লে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর দ্বারস্থ হবেন। স্পিকারের দাবি, বিধানসভা সংবিধান মেনে কাজ করছে। রাজ্যপাল কী চাইছেন, সেটাই বোঝা যাচ্ছে না। দুই বিধায়ককে কেন রাজভবনে গিয়ে শপথ নিতে হবে, প্রশ্ন তোলেন তিনি। স্পিকারের এক্তিয়ার নিয়ে আইনি পরামর্শ নেবেন বলেও তিনি জানিয়েছেন।

বিধানসভায় শপথবাক্য পাঠ করতে চেয়ে ইতিমধ্যেই রাজভবনকে চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্যপাল রাজভবনে গিয়ে শপথ নিতে হবে বলে জানান। রাজ্যপালের এই দাবি অসাংবিধানিক বলে দাবি তৃণমূলের। তাদের দাবি, বিধায়ক বিধানসভায় শপথ নেবেন, সেটাই প্রথা। রাজ্যপাল চাইলে বিধানসভায় শপথবাক্য পাঠ করাতে পারেন। সেটা না করে তিনি শপথের অনুষ্ঠান ফেলে রাখছেন বলে অভিযোগ। শপথের ক্ষেত্রে রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত।
তিনি না শপথবাক্য না পড়ালে, তাঁর মনোনীত কোনও ব্যক্তি পড়াতে পারেন। এই ধরনের ক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষের হাতেই তিনি দায়িত্ব তুলে দেন। কিন্তু, এই সংঘাতের আবহে আগামী দিনে কী হবে, এখন সেটাই দেখার। কারণ রাজ্যপাল বুধবারই দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন।

 

 

 

Leave a comment