Wed, June 26, 2024

ই-পেপার দেখুন

টিটাগড়ের পর কোলঘাট , ভিড় ট্রেন থেকে পড়ে দুই পা হারাল কিশোরী

Puber Kalom

Puber Kalom

Published: 11 June, 2024, 03:19 PM
টিটাগড়ের পর কোলঘাট , ভিড় ট্রেন থেকে পড়ে দুই পা হারাল কিশোরী

পুবের কলম,ওয়েবডেস্ক:  টিটাগড়ের পর এবার কোলাঘাট। বেশ কয়েকদিন আগেই আলী হাসান আনসারী নামে এক বছর ২২-এর যুবক ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল কোলাঘাটে। ট্রেনে উঠতে গিয়ে ভিড়ের চাপে মায়ের হাত ছেড়ে পড়ে গেল মেয়ে। জানা গেছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় চিরতরে নিজের দুই পা খুইয়েছে ওই কিশোরী। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে কোলাঘাটের হাউর স্টেশনের কাছে । হাওড়া-মেদিনীপুর লোকাল ট্রেনে উঠতে গিয়ে এই বিপত্তি ঘটে। রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে প্রথমে কোলাঘাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, ট্রেনটিতে প্রবল ভিড় ছিল। তার মধ্যে ওঠার চেষ্টা করছিলেন মা ও মেয়ে। চাপ সামাল দিতে না পেরে ট্রেনের তলায় পড়ে যায় মেয়ে। পায়ের পাশাপাশি মাথাতেও গুরুতর চোট পেয়েছে সে। তাকে আশঙ্কাজনকভাবে উদ্ধার করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে।

 

 

 

 

শিয়ালদহে লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে গত সপ্তাহে প্রবল ভিড় ছিল শিয়ালদহ ডিভিশনের ট্রেনগুলিতে। সেই সময় ভিড়ের প্রবল চাপে ট্রেন থেকে পড়ে যান ২২ বছরের ওই যুবক। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। টিটাগড় ও খড়দহ স্টেশনের মাঝে ঘটে ঘটনাটি।

 

 

Leave a comment