Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

বিজেপির সংগঠন ঢিলে হয়ে গিয়েছে, ভোটে পরাজয়ের পর ক্ষোভ দিলীপের

Puber Kalom

Puber Kalom

Published: 06 June, 2024, 03:11 PM
বিজেপির সংগঠন ঢিলে হয়ে গিয়েছে, ভোটে পরাজয়ের পর ক্ষোভ দিলীপের

পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচনে পরাজয় হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এদিকে তাঁর ছেড়ে যাওয়া মেদিনীপুর আসনেও জিততে পারে বিজেপি। এবার প্রকাশ্যেই নিজের দলের প্রতি অসন্তোষ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ভোটে হার জিত আছে। কিন্তু পশ্চিমবঙ্গে সংগঠন শুয়ে পড়েছে। কর্মীরা বেরোননি।’ মেদিনীপুর থেকে তাঁকে বর্ধমান-দুর্গাপুরে সরিয়ে আনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘আমি নিজে মেদিনীপুরে বুথ লেভেল পর্যন্ত সংগঠন তৈরি করেছিলাম গতবার। সেখানে প্রচুর কাজ করেছিলাম। সংসদ কোটার টাকায় অনেক কিছু করেছিলাম। মানুষ খুশি ছিল। সব দলের লোক আমার পক্ষে ছিল।’

 

 

 

 

এরপরই দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ‘যেকোনও কারণে হোক পার্টি ওখানে আর আমাকে টিকিট দেয়নি। সেই সিদ্ধান্ত যে ভুল এটা প্রমান হয়ে গেল। দলের সংগঠন ঢিলে হয়ে গিয়েছে। আমরা এবার প্রথম লোক খুঁজেই পাইনি। তাই সব জায়গায় আমাদের ভোট কমে গেছে আর পরাজয় হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাকে মেদিনীপুর থেকে ওরা ফোন করেছিল। ওদের মন খারাপ। আমি রাজ্য সভাপতি থাকার সময় পুরো রাজ্যে ঘুরতাম। দল আমাকে সেই দায়িত্ব দিক বা না দিক, আমার সেই একই ভূমিকা থাকবে। যতদিন আমি রাজনীতি করব আমার ভূমিকা পাল্টাবে না।’

Leave a comment