Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

মোবাইল চোর সন্দেহে হাওড়ায় যুবককে গণপিটুনি, ভর্তি হাসপাতালে

Bipasha Chakraborty

Published: 06 July, 2024, 08:44 PM
মোবাইল চোর সন্দেহে হাওড়ায় যুবককে গণপিটুনি, ভর্তি হাসপাতালে

 

 

 

 

আইভি আদক, হাওড়া:  হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায় বেধড়ক মারধর করা হল এক যুবককে। মোবাইল চোর সন্দেহে ঘটনার সূত্রপাত। তবে, পুলিশের দাবি, এর সঙ্গে গণপিটুনির কোনও সম্পর্ক নেই। অভিযোগও দায়ের হয়নি থানায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। আহত ওই যুবককে এলাকারই এক নার্সিংহোমে ভর্তি করা হয়। যুবকের দাবি মিথ্যা অপবাদে তাকে মারধর করা হয়েছে। তবে, হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর শনিবার বিকেল পর্যন্ত এই ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান নিজেদের মধ্যে গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে। অভিযোগ, ওই যুবককে কিল, চড়, ঘুষির পাশাপাশি লাঠি দিয়ে মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে বাঁকড়ার এক নার্সিংহোমে নিয়ে যান। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ডোমজুড় থানার পুলিশ সূত্রের খবর, তারা এখনো লিখিত অভিযোগ পাননি। পরিচিতদের মধ্যে ঝামেলার কারণেই এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান।

এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানান, গণপিটুনি বা ওই জাতীয় কোনও ঘটনা ঘটেনি। ৫-৬ জন বন্ধু মিলে খাওয়াদাওয়া করছিলেন। তখনই কোনও কারণে মোবাইল নিয়ে মারামারি হয়। মারামারির ঘটনায় জখম হন এক যুবক। তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নিগৃহতের পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

Leave a comment