Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

Breaking: 'আমার ব্যাগে বোমা রয়েছে', যাত্রীর দাবিতে আতঙ্ক কলকাতা বিমানবন্দরে, জারি হাই অ্যালার্ট

Bipasha Chakraborty

Published: 28 June, 2024, 02:35 PM
Breaking: 'আমার ব্যাগে বোমা রয়েছে', যাত্রীর দাবিতে আতঙ্ক কলকাতা বিমানবন্দরে, জারি হাই অ্যালার্ট


পুবের কলম, ওয়েবডেস্ক:  কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। শুক্রবার কলকাতা থেকে পুণে যাওয়ার এয়ার এশিয়ার ফ্লাইটে (আই৫-৩১৯ ) বোমাতঙ্ক ছড়ায়। বিমানটি বাগডোগরা থেকে কলকাতা, কলকাতা থেকে     ভুবনেশ্বর হয়ে পুণে যাওয়ার কথা ছিল বলে বিমানবন্দর সূত্রে খবর। ঘটনার পরেই আতঙ্ক ছড়ায়। যাত্রীদের নামিয়ে চলে তল্লাশি।  ঘটনাস্থলে  আসে বম্ব স্কোয়াড । খালি করে দেওয়া হয় বিমান। রয়েছে কিউআরটি টিম সহ ডগ স্কোয়াড। বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট।  ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড। গোটা ঘটনায় অত্যন্ত সতর্ক সুরক্ষা বাহিনীরও জওয়ান আধিকারিকরা।

সূত্রের খবর, কলকাতা বিমানবন্দর থেকে পুনেগামী একটা বিমান ছাড়ার কথা ছিল। সেই সময় এক যাত্রীর লাগেজ ব্যাগ ঘিরে এই বোমাতঙ্ক ছড়ায়। লাগেজ চেক করার সময় পুনেগামী ওই বিমানের এক যাত্রী দাবি করেন যে তাঁর ব্যাগের মধ্যে বোমা রয়েছে। এদিকে এই ঘটনা শোনার পরেই বিমানবন্দরের কর্মীরা সতর্ক হয়ে যান। সুরক্ষা বাহিনীও দ্রুত ব্যবস্থা নেয়। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ধৃতের নাম যোগেশ ভোঁসলে।

Leave a comment