Mon, October 7, 2024

ই-পেপার দেখুন

দ্রুতই চালু হবে রাত্তিরের সাথী, মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Kibria Ansary

Published: 26 September, 2024, 08:35 PM
দ্রুতই চালু হবে রাত্তিরের সাথী, মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্কঃ মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, দ্রুতই চালু হবে রাত্তিরের সাথীআরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরেই নারী নিরাপত্তার স্বার্থে রাজ্য সরকারের প্রকল্প রাত্তিরের সাথীচালুর পরিকল্পনা করা হয়। সেমত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার। যদিও সুপ্রিম কোর্ট বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ দিয়েছিল। দেশের শীর্ষ আদালতের নির্দেশ মেনে যাবতীয় সংশোধন করেই চালু হবে রাত্তিরের সাথী বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীবৃহস্পতিবার বৈঠক শেষে একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়

মহানগর - এর থেকে আরোও খবর

Bengal Chief Minister announced Rattir Sathi Medical College Nabanna Metting

Leave a comment