Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

নবান্ন অভিযানে চোখে আঘাত, ৩৭ বছর বয়সেই চিরদিনের জন্য দৃষ্টি হারালেন ট্রাফিক সার্জেন্ট

Kibria Ansary

Published: 28 August, 2024, 02:24 PM
নবান্ন অভিযানে চোখে আঘাত, ৩৭ বছর বয়সেই চিরদিনের জন্য দৃষ্টি হারালেন ট্রাফিক সার্জেন্ট

পুবের কলম, ওয়েবডেস্কঃ ছাত্র সমাজের নবান্ন অভিযানে নজির বিহীন অরাজকতার সাক্ষী থেকেছে কলকাতা। নবান্ন অভিযানে আক্রান্ত হতে হয়েছে একাধিক পুলিশকে। হামলাকারীদের ইটে চোখে আঘাত পেয়েছিলেন কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। চোখ দিয়ে ঝরঝর করে রক্ত বেরোতেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ট্রাফিক সার্জেন্টকে। তবুও বিপদ আটকানো গেল না। চিরদিনের মতো এক চোখের দৃষ্টি হারালেন দেবাশিস চক্রবর্তী। মঙ্গলবার ছাত্রসমাজের ডাকা নবান্ন অভিযানের সময় মিছিল থেকে উড়ে আসা ইটের আঘাত লেগেছিল বাঁ চোখে। সেই চোখেই অস্ত্রোপচার করা হয়। চার ঘণ্টা অস্ত্রোপচার ব্যর্থ হয়। মাত্র ৩৭ বছর বয়সেই চিরদিনের জন্য বাঁ চোখের দৃষ্টি হারালেন তিনি।

মহানগর - এর থেকে আরোও খবর

KP Traffic sergeant lost Eye eye injury in Navanna raid Nabanna Abhijaan Calcutta Police Sergeant

Leave a comment