Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

সোমবার জন্মাষ্টমী, কম চলবে মেট্রো

Bipasha Chakraborty

Published: 23 August, 2024, 08:05 PM
সোমবার জন্মাষ্টমী, কম চলবে মেট্রো

পুবের কলম প্রতিবেদক: ছুটির দিনে সাধারণত  মেট্রো পরিষেবায় কাটছাঁট হয়। তাই আগামী সোমবার জন্মাষ্টমীর দিন কেমন পরিষবা হবে তা জানিয়ে দিল রেল। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন শাখায় প্রতিদিন মোট ২৮৮টি মেট্রো চলে। তবে সোমবার ওই শাখায় মাত্র ২৩৪টি মেট্রো চলবে।

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত আপ এবং ডাউন শাখায় মোট ১০৬টি মেট্রোর জায়গায় ওইদিন ৯০টি মেট্রো চলবে। এ দিকে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আপ ও ডাউন শাখায় প্রতিদিন মোট ১৩০টি মেট্রো চলে। জন্মাষ্টমীতে ওই শাখায় মোট ১২২টি মেট্রো চলবে।

আরও জানা গিয়েছে, প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে। জন্মাষ্টমীত  দিন দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শাখায় সকাল ৬টা ৫০ মিনিটে চলবে প্রথম মেট্রো। দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা অন্যান্য দিনের মতো সকাল ৭টায় শুরু হবে। শেষ মেট্রো পরিষেবার ক্ষেত্রেও সময়সূচিতে কোনও পরিবর্তন নেই।

অন্যান্য দিনের মতো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ শাখায় রাত ৯টা ২৮ মিনিট, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে রাত সাড়ে ৯টায় পাওয়া যাবে শেষ পরিষেবা। আর দমদম থেকে কবি সুভাষ শাখায় ৯টা ৪০ মিনিটে ছাড়বে শেষ মেট্রো। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ শাখায় সকাল ৬টা ৫৫ মিনিটে শুরু হবে প্রথম মেট্রো পরিষেবা আর শেখ মেট্রো মিলবে রাত ৯টা ৩৫ মিনিটে।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত সকাল ৭টা ৫ মিনিট থেকে মেট্রো পাওয়া যাবে। রাত ৯টা ৪০ মিনিটে এই শাখায় ছাড়বে শেষ মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া শাখায় প্রথম মেট্রো শুরু হবে সকাল ৭টায় আর মেট্রো পাওয়া যাবে ৯টা ৪৫ মিনিটে।

Leave a comment