Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

১৫ বছরের বেশি পুরনো বাস বাতিল  হলেও সমস্যা হবে না যাত্রীদের, আশ্বাস পরিবহণমন্ত্রীর

Bipasha Chakraborty

Published: 23 July, 2024, 08:54 PM
১৫ বছরের বেশি পুরনো বাস বাতিল  হলেও   সমস্যা হবে না যাত্রীদের, আশ্বাস পরিবহণমন্ত্রীর

 

 

 

পুবের  কলম প্রতিবেদক:  হাতে সময় রয়েছে আর মাত্র এক সপ্তাহউচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ১৫ বছরের বেশি বয়সের বাস চালানো যাবে না কলকাতার রাস্তায়

ফলে আগামী অগস্ট থেকেই বাতিল হতে পারে কলকাতার বিভিন্ন রাস্তায় চলাচল করা বিপুল সংখ্যক বেসরকারি বাস কলকাতা শহরের বিভিন্ন রাস্তায় চলা প্রায় দুই হাজারেরও বেশি যাত্রীবাহী বেসরকারি বাস একসঙ্গে বাতিল হলে কার্যত থমকে যাবে গণ পরিবহন ব্যবস্থা

কলকাতা সহ কলকাতার সঙ্গে একাধিক শহরতলী বিভিন্ন রুটের গণ পরিবহন ব্যবস্থা মারাত্মক ভাবে ব্যহুত হবে বলে আশঙ্কা প্রকাশ করছে বেসরকারি বাসমালিকদের সংগঠন  সংগঠনগুলির দাবি, কলকাতা শহরের পরিবেশ এবং বায়ু দূষণ কমানোর জন্য ১৫ বছরের বেশি বয়সের বাস শহরের রাস্তায় না চালানোর দাবি জানিয়ে ২০০৯ সালে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে

ওই মামলার রায়ের নির্দেশ অনুযায়ী আগা্মী আগষ্ট মাস থেকেই দুই হাজারেরও বেশি বেসরকারি বাস রাস্তায় চলাচল বন্ধ হয়ে যাবে রাস্তায় পর্যাপ্ত বাস না পেলে নিত্যযাত্রী সহ শহরের বাসিন্দাদের ভগান্তি অনেকতাই বাড়বে বলে দাবি বাস মালিক সংগঠনগুলির

যদিও, বাস মালিক সংগঠনগুলির ওই তথ্য খারিজ করে দিয়েছেন খোদ পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মঙ্গলবার এক প্রশ্নের জবাবে তিনি সাফ জানিয়ে দেন, বেসরকারি বাসমালিকদের সংগঠনগুলি যে দাবি করছে, সেই তথ্য সঠিক নয়

রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘আমাদের হাতে যে তথ্য রয়েছে, তার ভিত্তিতে আমি বলতে পারি যে, অগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাত্র ১৫৭টি বেসরকারি বাস বাতিল হবে তাই বেসরকারি বাসমালিকেরা যে দু’-আড়াই হাজার বাস বাতিলের কথা বলছেন, তা আদৌ সত্যি নয়।’

মন্ত্রীর আরও দাবি, শহরের যাত্রীদের কথা মাথায় রেখে পরিবহন পরিষেবা স্বাভাবিক রাখার জন্য গত বছরে কমপক্ষে এক হাজার দিতে গাড়ি নেমেছে বেসরকারি বাসের পাশাপাশি প্রায় ৭০ হাজার অ্যাপ ক্যাবও রাস্তায় চলে তাই সাধারণ যাত্রীদের অসুবিধা হওয়ার কথা নয়

Leave a comment