Wed, June 26, 2024

ই-পেপার দেখুন

দুই সন্তান ও স্ত্রীকে বিষ খাইয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর,  মৃত ২

Puber Kalom

Puber Kalom

Published: 22 May, 2024, 02:17 PM
দুই সন্তান ও স্ত্রীকে বিষ খাইয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর,  মৃত ২

 

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: দুই সন্তান ও স্ত্রীকে বিষ খাইয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর। ঘটনায়  মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার সগুনা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাচদহ মাঠপাড়ার ঘটনা । বছর ৪২ এর উত্তম দাস ও বছর ৩৫ এর কণিকা দাস নামে ওই দম্পতির দুই সন্তান পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: দুই সন্তান ও স্ত্রীকে বিষ খাইয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর। ঘটনায়   মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার সগুনা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাচদহ মাঠপাড়ার ঘটনা । বছর ৪২ এর উত্তম দাস ও বছর ৩৫ এর কণিকা দাস নামে ওই দম্পতির দুই সন্তান বছর১০এর হৃদয় দাস ও বছর ৭এর অঞ্জনা দাস। মঙ্গলবার গভীর রাতে উত্তম দাস মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে  সুকৌশলে দই এর সাথে বিষ মিশিয়ে দেয়। সেই দই ২ সন্তান এবং স্ত্রীকে খাওয়ায় উত্তম দাস এবং নিজেও খায় বলে জানা যাচ্ছে। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এসে চারজনকে হাবরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ২ শিশু সন্তান  সৌরভ দাস ও অঞ্জনা দাস মারা যায়। স্ত্রী কণিকা দাস এর অবস্থা আশঙ্কাজনক। তাকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী উত্তম দাসের অবস্থাও আশঙ্কাজনক । তাকে হাবরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী কারণে বিষ খেয়ে পরিবারের সদস্যদের বিষ খাওয়ালো এবং নিজেও আত্মহত্যা করার চেষ্টা করেছিল তার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। এর পিছনে পারিবারিক অশান্তি না অর্থনৈতিক কারণ না অন্য কিছু আছে সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। ইতিমধ্যে মৃত দুই সন্তানের দেহ ময়না তদন্তের জন্য বারাসাত জেলার পুলিশ মুর্গে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত সোমবার স্বরূপনগরের তেঁতুলিয়া খাল ধারে ঘরের দরজায় তালা দিয়ে দুই সন্তান ও মা আত্মঘাতী হয়েছে। ফের স্বরুপনগরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছাড়িয়েছে এলাকায়।

Leave a comment