Wed, June 26, 2024

ই-পেপার দেখুন

ভারতে চিকিৎসা করাতে এসে রহস্যমৃত্যু বাংলাদেশের সাংসদের, উদ্ধার দেহ

BIPASHA CHAKRABORTY

Published: 22 May, 2024, 01:54 PM
ভারতে চিকিৎসা করাতে এসে রহস্যমৃত্যু বাংলাদেশের সাংসদের, উদ্ধার দেহ


পুবের কলম, ওয়েবডেস্ক: চিকিৎসা করাতে ভারতে এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। কিন্তু আর ফেরা হল না ঘরে। নিউটাউনের এক অভিজাত আবাসন থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করেছে। পরে তারা ভারতের সঙ্গে এই বিষয়ে নিয়ে কথোপকথন করেছে। বুধবার সকালে বাংলাদেশের সাংসদের দেহ উদ্ধার হয়েছে। আনোয়ারুল আজিম বাংলাদেশের আওয়ামি লিগের তিনবারের সাংসদ ছিলেন। সাংসদের এই রহস্যমৃত্যু নিয়ে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে। এই মৃত্যু পরিকল্পিত খুন, কি ঘটনা রয়েছে এর পিছনে তার জেরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে।  
পুলিশ সূত্রে খবর, গত ১২ মে কলকাতায় আসেন আজিম। এখানে অফিসারের ফ্ল্যাটে উঠেছিলেন তিনি।সঙ্গে ছিলেন আরও তিন জন। বরানগর এলাকার সিঁথিতে যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন আজিম, তাঁর নাম গোপাল বিশ্বাস। গত ১৩ মে তাঁর বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে উঠেছিলেন আজিম। দুপুর ১ টা ৪১ মিনিটে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
কলকাতার স্নায়ুরোগ বিশেষজ্ঞকে দেখাতে এসেছিলেন। কিন্তু ১৩ মে'র পরে ওই সাংসদের সঙ্গে আর যোগাযোগ হয় তার পরিবারের সদস্যদের। আজিমের কন্যা বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের করার পরে তদন্ত শুরু হয়। সাংসদের মেয়ে কলকাতায় এসেছেন। গোপাল বিশ্বাস ১৮ মে বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। সেই সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ।
ঘটনার তদন্ত শুরু করেছে তদন্ত করছে বিধাননগর পুলিশ কমিশনারেট। সঙ্গে রয়েছে আইবি, এসটিএফ।

Leave a comment