Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

'যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই', ট্রাম্পের উপর হামলার নিন্দা জানালেন জো বাইডেন

Kibria Ansary

Published: 14 July, 2024, 08:35 PM
'যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই', ট্রাম্পের উপর হামলার নিন্দা জানালেন জো বাইডেন

ওয়াশিংটন, ১৪ জুলাই: নির্বাচনী সমাবেশে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় নিন্দা জানাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার পর ডেলাওয়্যারের রেহোবোথ বিচে এক প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। আমরা এ ধরনের ঘটনা মেনে নিতে পারি না। এর নিন্দা জানাতে এক জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’ মার্কিন প্রেসিডেন্টের কথায়, "পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর বিষয়ে আমাকে অবহিত করা হয়েছে। আমি কৃতজ্ঞ যে তিনি (ট্রাম্প) ভালো ও নিরাপদে আছেন। আমি তার জন্য এবং তার পরিবারের জন্য ও সমাবেশে যারা ছিলেন তাদের জন্য প্রার্থনা করছি। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি।" দ্রুত ট্রাম্পের সঙ্গে কথা বলে তার খোঁজখবর নিতে পারবেন বলে আশা করেন বাইডেন।
 
প্রসঙ্গত, হত্যার উদ্দেশ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (FBI)। এফবিআইয়ের পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেন, 'আজ (শনিবার) সন্ধ্যায় প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকে আমরা ‘হত্যা প্রচেষ্টা’ বলছি। ওই স্থানটি ‘অ্যাকটিভ ক্রাইম সিন’ অর্থাৎ এখনো নিরাপদ নয়।' এফবিআই এজেন্ট আরও বলেন, যে ব্যক্তি এই হামলা চালিয়েছে তাকে শনাক্ত এবং হামলার উদ্দেশ্য কী তা জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এ জন্য তথ্য দিয়ে সহায়তা করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। ঘটনাস্থলে অনুসন্ধানী এজেন্টদের মোতায়েন করা হয়েছে। তথ্য প্রমাণের টিম মোতায়েন করা হয়েছে।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Violence has no place in America Joe Biden condemned the attack on Trump

Leave a comment