Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

সমীক্ষা: ৩৫ দেশের জাতীয় অর্থনীতিতে প্রভাব আছে চিনের

ইমামা খাতুন

Published: 14 July, 2024, 07:37 PM
সমীক্ষা: ৩৫ দেশের  জাতীয় অর্থনীতিতে  প্রভাব আছে চিনের

বিশেষ প্রতিবেদন: বিশ্বের ৩৫টি উচ্চ ও মধ্যম আয়ের দেশের অধিকাংশ জনগণই মনে করেন, তাঁদের দেশের অর্থনীতিতে চিনের প্রভাব আছে। উচ্চ আয়ের দেশগুলোর তুলনায় মধ্যম আয়ের দেশগুলোর বেশিসংখ্যক মানুষ মনে করেন, তাঁদের দেশের অর্থনীতিতে চিনের প্রভাব ইতিবাচক। বিশ্বের ৬ মহাদেশের ৩৫টি দেশে পরিচালিত এক সমীক্ষার ভিত্তিতে এই তথ্য জানিয়েছে পিউ রিসার্চ। সমীক্ষাটি ১৮টি উচ্চ আয়ের দেশ এবং ১৭টি মধ্যম আয়ের দেশে পরিচালিত হয়। ২০২৪ সালের জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে শুরু করে মে মাসের ২১ তারিখ পর্যন্ত সমীক্ষার তথ্য সংগ্রহ করা হয়। সমীক্ষায় ৩৫টি দেশের মোট ৪৪ হাজার ১৬৬ জন তাঁদের মতামত দেন। পরে বিশ্লেষণ শেষে গত ৭ জুলাই ফলাফল পিউ রিসার্চের ওয়েবসাইটে প্রকাশিত হয়। উঠে আসা তথ্যানুসারে, মধ্যম আয়ের দেশগুলোর ৪৭ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগণ মনে করেন, ইচন তাদের দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। এর বিপরীতে সমীক্ষায় অংশ নেওয়া ২৯ শতাংশ মানুষ বলেছেন, তাঁদের দেশের অর্থনীতিতে চিনা প্রভাব নেতিবাচক। তবে, উচ্চ আয়ের ১৮টি দেশের ৫৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মনে করেন, তাঁদের দেশের অর্থনীতিতে চিনা প্রভাব নেতিবাচক, ইতিবাচক মনে করেন ২৮ শতাংশ। সমীক্ষার দেশগুলোতে সামগ্রিকভাবে চিনকে কীভাবে বিবেচনা করা হয়—এমন এক প্রশ্নের উত্তরে দেখা গেছে, উচ্চ আয়ের দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক চিনকে নেতিবাচকভাবে বিবেচনা করেন। বিপরীতে মধ্যম আয়ের ৫৬ শতাংশ জনগণ চিনকে ইতিবাচকভাবে বিবেচনা করেন। প্রসঙ্গত,  ২০১৩ সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চালু করে চিন। চিনের বাণিজ্য মন্ত্রকের তথ্যানুসারে, বিগত ১০ বছরেরও বেশি সময়ে এই উদ্যোগের আওতায় বিভিন্ন দেশে চিন ৩ লক্ষ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। এ ছাড়া পিউ রিসার্চের সমীক্ষায় দেখা গেছে, দক্ষিণ–পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চিনের অবস্থান নিয়ে ইতিবাচক মনোভাব আছে।

Leave a comment