Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ভেনিসে মসজিদ বন্ধ, প্রতিবাদে পার্কে নামায

ইমামা খাতুন

Published: 14 July, 2024, 02:37 PM
ভেনিসে মসজিদ বন্ধ, প্রতিবাদে পার্কে নামায

ভেনিস, ১৩ জুলাই: ইতালির ভেনিসে অবস্থিত মসজিদুল ইত্তিহাদে নামাযসহ সব ধরনের ধর্মীয় কার্যক্রম বন্ধ করে দেওয়ার প্রতিবাদে দ্বিতীয়বারের মতো স্থানীয় একটি পার্কের খোলা চত্ত্বরে জুম্মার নামায আদায় করেছেন মুসল্লিরা। শুক্রবার ভেনিসের মেসত্রেস্থ পিরাগেত্তো পার্কে এই জুম্মার নামাযে প্রায় ১ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। এর আগে গত ৫ জুলাই একই জায়গায় জু্ম্মার নামাজ পড়েছিল স্থানীয় মুসল্লিরা। নামাযের খুতবায় মাওলানা আরিফ মাহমুদ বলেন, ‘আজ মসজিদুল ইত্তিহাদে নামায বন্ধ করে দেওয়া হয়েছে। কাল হয়তো অন্য একটি বন্ধ করা হবে। এভাবে তারা পর্যায়ক্রমে মুসলমানদের সব ইবাদতের স্থান বন্ধ করে দেবে। আমরা যদি ঐক্যবদ্ধ প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলতে না পারি তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন তারা শুধু নামাযের স্থান বন্ধ করেই থামবে না, তারা পবিত্র কুরআনেও আগুন দেবে ও অবমাননা করবে। মুসলমানের কলিজায় আঘাত করবে।’ মসজিদুল ইত্তিহাদের পক্ষ থেকে জানানো হয়, মসজিদে নামাযের অনুমোদন দেওয়া না পর্যন্ত আন্দোলনের অংশ হিসাবে পার্কেই নামায আদায় করা হবে। ইমাম আরিফ মাহমুদ বলেন, ‘আমরা জানি নিরিবিলি পার্কে নামায আদায় করলে প্রশাসনের টনক নড়বে না। কিন্তু আমারা চেষ্টা করছি এমন কোনও কর্মসূচিতে না যেতে যাতে দুর্ভোগ সৃষ্টি হয়। তবে আমাদের বাধ্য করা হলে মেসত্রে থেকে ভেনিসে মেয়রের কার্যালয় পর্যন্ত লংমার্চ, সমাবেশ, ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।’ 

Leave a comment