Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

হামলা চালাবে ইসরাইল, ফিলিস্তিনিদের গাজা খালির নির্দেশ সেনাবাহিনীর

Kibria Ansary

Published: 11 July, 2024, 11:36 PM
হামলা চালাবে ইসরাইল, ফিলিস্তিনিদের গাজা খালির নির্দেশ সেনাবাহিনীর

তেল আবিব, ১১ জুলাই: আবারও গাজা খালির নির্দেশ দিল ইসরাইল। গাজার এলাকা থেকে সব ফিলিস্তিনি নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। রাষ্ট্রসংঘের ভবনে হামলা জোরদার করায় তাদের সরে যেতে বলা হয়েছে। গত বুধবার আল জাজিরা জানায়, সকালে লিফলেট ফেলে ফিলিস্তিনিদের গাজা শহর ছেড়ে দক্ষিণে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইল। দক্ষিণের দেইর এল-বালাহ এবং আজ-জাওয়াইদাতে এলাকা নিরাপদ দাবি করে সেখানে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয় আইডিএফ। গাজার খান ইউনিসের একটি স্কুলের বাইরে শরণার্থী শিবিরে হামলা চালিয়ে ২৯ জন ফিলিস্তিনিকে হত্যার পরদিন এ নির্দেশ দিল ইসরাইল।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহের মধ্যে গাজার চারটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। এসব স্কুলের আশ্রয় শিবিরে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। এছাড়া গাজার উত্তরাঞ্চলে অন্তত তিনটি প্রধান হাসপাতাল বন্ধ করে দিতে বাধ্য করেছে তেল আবিব। মিশরে আলোচনার শেষে বুধবার কাতারে গাজা যুদ্ধের অবসানের জন্য আরেক দফা আলোচনা শুরু হওয়ার মধ্যেই এই হামলা চালানো হলো। এর আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছিলেন, ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় হামাস যোদ্ধাদের ৬০ শতাংশ নিহত বা আহত হয়েছে।

এদিকে গত সপ্তাহে, রাষ্ট্রসংঘের এক আধিকারিক বলন, অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ বাস্তুচ্যুত হয়েছে।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Israel will attack the army orders the Palestinians to evacuate Gaza

Leave a comment