Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

পড়ুয়াদের সব দাবি মেনে নিয়েছে সরকার: দাবি বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রীর

Kibria Ansary

Published: 19 July, 2024, 05:49 PM
পড়ুয়াদের সব দাবি মেনে নিয়েছে সরকার: দাবি বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রীর

ঢাকা, ১৯ জুলাই: কোটা বিরোধী ছাত্র বিক্ষোভে ঢাকাসহ সারা দেশ প্রায় অচল হয়ে পড়েছে। রাজধানী ছাড়াও দেশের ৪৭টি জেলায় গতকাল দিনভর বিক্ষোভ, অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের হামলা-গুলি ও সংঘাতের ঘটনা ঘটছে। বিক্ষোভ-সংঘর্ষে মৃত্যুমিছিল দেখছে দেশ। ছাত্র বিক্ষোভ দমাতে হিমশিম খাচ্ছে হাসিনা সরকার। এই পরিস্থিতিতে সরকার পড়ুয়াদের সব দাবি মেনে নিয়েছে বলে দাবি করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, 'আদালতের কাছে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৮০ শতাংশ কোটার প্রস্তাব দেবে সরকার।' এই পরিস্থিতিতে পড়ুয়াদের রাজপথ থেকে সরে যাওয়ারও আহ্বান জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এদিকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর গত বুধবার রাতে নতুন কর্মসূচি ঘোষণা করেন পড়ুয়ারা। ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে’ বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। এর সমর্থনে গতকাল দলে দলে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। আজ শুক্রবারও পড়ুয়াদের বিক্ষোভ চলছে।

Leave a comment