Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

ইয়েমেনে আগ্রাসন নিয়ে সউদি আরবকে হুঁশিয়ারি আনসারুল্লাহর

ইমামা খাতুন

Published: 10 July, 2024, 08:57 PM
ইয়েমেনে আগ্রাসন নিয়ে সউদি  আরবকে হুঁশিয়ারি আনসারুল্লাহর

সানা, ১০ জুলাই: ইয়েমেনে হামলা চালাতে আমেরিকাকে সহায়তা করলে সউদি আরবকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছে প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ। আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার জন্য সউদি আরবকে প্ররোচিত করছে। এই পদক্ষেপ সউদি আরবের জন্য ‘বোকামি’ ও ‘ব্যর্থতা’ ছাড়া আর কিছু আনবে না। এই হুঁশিয়ারির দিয়েই সউদি আরবের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার ড্রোন ফুটেজ প্রকাশ করেছে আনসারুল্লাহ। ‘জাস্ট ট্রাই ইট’ শিরোনামের এই ভিডিয়োয় রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর দেখানো হয়েছে। ভিডিয়োয় রাস তানুরা, জিজান এবং জেদ্দার গুরুত্বপূর্ণ বন্দর এলাকাগুলোও স্থান পেয়েছে। ভিডিয়ো বার্তায় আল-হুথি সউদি আরবকে সরাসরি সম্বোধন করে বলেন, ‘যুক্তরাষ্ট্র আপনাদের ফাঁদে ফেলতে চাইছে। আপনারা যদি আপনাদের দেশ ও অর্থনীতির স্থিতিশীলতা চান, তাহলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে বিরত থাকুন।’

Leave a comment